রোজদিন ডেস্ক : বিজেপির বিরুদ্ধে লড়া নয়, প্রধানমন্ত্রীর হাত শক্ত করা, ইন্ডি জোটকে দুর্বল করাই মুখ্যমন্ত্রীর একমাত্র উদ্দেশ্য বলে তোপ দেগেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মঙ্গলবার উত্তর প্রদেশের সমাজবাদী নেতা অখিলেশ যাদব মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করার পর তীব্র আক্রমণ ধেয়ে আসে কংগ্রেস, সিপিএম নেতাদের। বিজেপি বিরোধী প্রধান মুখ হিসাবে মুখ্যমন্ত্রীকে তকমা দিয়েছেন অখিলেশ যাদব, যার তীব্র সমালোচনা করে অধীর চৌধুরী মনে করিয়ে দেন, ইন্ডি জোটের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর বেরিয়ে আসা। অখিলেশ ওঁকে প্রধান বিজেপি বিরোধী বলার নেপথ্যেও কোন গোপন উদ্দেশ্য আছে বলে অধীর চৌধুরী মনে করেন।
একই মত পোষণ করে সিপিএমের এক রাজ্য নেতা বলেন, গত দু বছর ধরে বিজেপি বিরোধী জোটকে দুর্বল করার চেষ্টা করছেন উনি। ইন্ডি জোটে বামপন্থীদের প্রভাব বেশি বলে অযথা দোষারোপ করতেও মুখ্যমন্ত্রী ছাড়েননি বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment