রোজদিন ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পিংলার একই গ্রামে তিনজনের। এই মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রাম শোকাহত। সূত্রের খবর, তাদের শরীরের বেশির ভাগ অংশই পাওয়া যায়নি৷। আজ মঙ্গলবার ডিএনএ টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। ডেকরেশনের কাজে কয়েকদিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মালিগেড়িয়া এলাকার বাসিন্দা কৃষ্ণেন্দু ধাড়া (৩০), অনুপ প্রধান (২৯) ও বিশ্বজিত সাউ (২৫) ডেকরেশনের কাজে গিয়েছিল। আনন্দপুরে বিধংসী আগুনে তারা পুড়ে মারা যায় বলে জানা গিয়েছে। খবর পেয়ে তাঁদের পরিবার সোমবার থেকেই ঘটনাস্থলে রয়েছেন। একই গ্রামের তিনজনের মর্মান্তিক মৃত্যুতে শোকাহত গোটা গ্রাম। কাজ শেষ করে মঙ্গল অথবা বুধবার তাদের বাড়ী ফেরার কথা ছিল। তা আর হল না।

Be the first to comment