রোজদিন ডেস্ক : আমজনতার প্রিয় গায়ক তিনি। তাঁর অপূর্ব গায়কিতে মুগ্ধ আট থেকে আশি। সেই অরিজিৎ সিং আর সিনেমায় গান করবেন না বলে নিজেই ঘোষণা করেছেন। সমাজ মাধ্যমে তাঁর এই বক্তব্য আলোক গতিতে ছড়িয়ে পড়তেই ব্যাপক বিস্ময় দেখা দিয়েছে। সঙ্গে অনুভূত হচ্ছে বেদনা, বিষাদও। খ্যাতির চূড়ায় উঠে আচককা কেন এই সিদ্ধান্ত জানালেন তিনি, তা নিয়ে চর্চা এখন তুঙ্গে।
শুধু গানের ভুবন দিয়েই নয়, তাঁর সাধারণ জীবনযাপন, পাশের বাড়ির ছেলের মত আপন করা ব্যবহার, সব কিছু নিয়েই আমজনতার বড় প্রিয়, কাছের মানুষ তিনি। সেই অরিজিৎ সিং আজ সন্ধ্যায় সমাজ মাধ্যমে লেখেন, “নতুন বছরের শুভেচছা সকলকে। শ্রোতা হিসাবে এত বছর ধরে আমায় এত ভালবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।” এর পরই তাঁর ঘোষণা, এবার থেকে তিনি আর প্লে ব্যাক গায়ক হিসাবে কোন কাজ করবেন না। তিনি প্লে ব্যাক গাওয়া বন্ধ করলেন।
বিনা মেঘে বজ্রপাতের মত তাঁর এই বক্তব্যে স্তম্ভিত সব মহলই।
অনেকের ধারণা, গলাকে বিশ্রাম দিতে চান তিনি, নিতে চান সাময়িক বিরতি।
পোস্টের শেষে অরিজিৎ লিখেছেন, এই সফর সত্যিই সুন্দর ছিল।
অনুরাগীদের মনে প্রশ্ন, এই গানের সফর তিনি কি সত্যিই ছাড়তে চান? শুধু তো বাংলা নয় বলিউডেও কত গান গেয়েছেন তিনি, তাঁর সুর,গায়কি তে মুগ্ধ সারা দেশই।
সেই অরিজিৎ সিং আর প্লেব্যাক করবেন না, ভাবতেই পারছেন না কেউ।
তাঁর বোন অমৃতা অবশ্য জানিয়েছেন, এটি ওঁর নিজের সিদ্ধান্ত। যাকে সম্মান জানাতেই হয়।

Be the first to comment