রোজদিন ডেস্ক : বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের দীর্ঘ দিনের চাপান উতোর কি এবার শেষ হবে?
কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ আজ সীমান্তবর্তী নয় জেলায় কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে জমি হস্তান্তর করতে রাজ্যকে বলেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় ব্যাপক হারে অনুপ্রবেশ হয় বলে অভিযোগ। রাজ্যর কথা, সীমান্তের দায়িত্ব বিএসএফের।
কেন্দ্রর বক্তব্য, রাজ্য জমি না দেওয়ায় কাঁটাতারের বেড়া হচ্ছে না।
আদালত সূত্রের খবর, আগামী ৩১ মার্চের মধ্যে কাঁটাতারের জন্য বিএসএফ-কে জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই সব জমি অধিগ্রহণের টাকা কেন্দ্র দিয়েছে, অধিগ্রহণ পর্বও মিটেছে। তবু তা হস্তান্তর না হওয়ায় উদ্বিগ্ন আদালত। দ্রুত এই কাজ সম্পন্ন করতে রাজ্যকে বলা হয়েছে। এই ক্ষেত্রে এসআইআরের অজুহাত দেওয়া চলবে না বলেও জানিয়ে দিয়েছে আদালত।
সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে রাজ্যর টালবাহানা, গাফিলতির অভিযোগ তুলে প্রাক্তন সেনা কর্মী সুব্রত সাহা জনস্বার্থ মামলা করেন। কাঁটাতারহীন এলাকায় ব্যাপক হারে অনুপ্রবেশ, চোরাচালান হচ্ছে জানিয়ে এর জন্য রাজ্যকে দায়ী করেন তিনি।
রাজ্য আদালতে জানিয়েছে সীমান্তে ১৮১ কিমি এলাকায় জমি অধিগ্রহণের জন্য কেন্দ্র টাকা দিয়েছে।
আগামী ২ এপ্রিল ফের এই মামলার শুনানি হবে।

Be the first to comment