রোজদিন ডেস্ক : রাজস্থানের দৌসায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চার যুবক পুণ্যার্থী প্রাণ হারালেন। আজ কাকভোরে দিল্লি – মুম্বাই এক্সপ্রেস ওয়েতে এই দুর্ঘটনা হয়। মধ্য প্রদেশের উজ্জয়নের মহাকাল মন্দিরে পুজো দিয়ে নয়ডায় ফেরার পথে দ্রুত গতিতে আসা তাঁদের গাড়িটি একটি ট্রাকের নীচে ধাক্কা মারে। এই অবস্থায় ট্রাকটি কয়েক কিমি গাড়িটি টেনে নিয়ে যায়৷ এতে পাঁচ আরোহীর চার জনই প্রাণ হারিয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, নিহতরা হলেন, রাহুল গুপ্ত (৩৫), পারশ আগরওয়াল (৩৫), প্রিন্স গুপ্ত (২৩) ও বিক্রম সিং (৩০)। পিছনে বসে থাকা ব্রিজমোহন গুপ্ত জীবিত আছেন। তাঁকে দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়াবহ এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

Be the first to comment