রোজদিন ডেস্ক : তামিলনাড়ুর কারুরে অভিনেতা তথা টিভিকে নেতা বিজয়ের প্রচার সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় CBI তদন্তের দাবি করল এই দল। তাঁদের ধারণা, এর নেপথ্যে ষড়যন্ত্র আছে। গতকালই এই নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আজ দুপুর ২ টোর পর মাদ্রাজ উচ্চ আদালতের মাদুরাই বেঞ্চে বিচারপতি এম দন্ডপাণির এজলাসে এই মামলার শুনানি হবে।
অন্যদিকে বিজয়ের দল টিভিকে যাতে আর কোন প্রচার সভা করতে না পারেন, সেই বিষয়ে দাবি তুলেছেন নিহতদের একাধিক পরিবার। এই বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন একটি পরিবার।
গত শুক্রবার কারুরে অভিনেতা বিজয়ের প্রচার সভা নিয়ে আমজনতার উৎসাহ তুঙ্কে ওঠে। দুপুর থেকেই জনতার ভিড় জমে, সন্ধ্যায় বিজয় সভাস্থলে আসতে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরে পদপিষ্ট হয়ে এখন অবধি নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ জন শিশু-সহ ৪১ জন হয়েছে। আহত ৬০ জন। উৎসবের মরসুমে এই মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নামে।
বিভিন্ন মহল থেকে বিজয়ের দল টিভিকে-কে নিশানা করা হলে তাঁরা পালটা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এমন কি ওইদিন প্রচার সভায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় বলেও জানান।
টিভিকে সূত্রে প্রকাশ, তাঁরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছেন। অথবা সিট গঠন করে পুরো বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তাঁরা। মানবাধিকার কমিশনকেও দরবার করছেন।
আগামী বছর তামিলনাড়ুর বিধান সভা নির্বাচন। জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের দল-কে নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। কারুরের ঘটনায় তাই উদবিগ্ন টিভিকে দলও।
অন্যদিকে বিজয়ের দল টিভিকে যাতে আর কোন প্রচার সভা করতে না পারেন, সেই বিষয়ে দাবি তুলেছেন নিহতদের একাধিক পরিবার। এই বিষয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন একটি পরিবার।
গত শুক্রবার কারুরে অভিনেতা বিজয়ের প্রচার সভা নিয়ে আমজনতার উৎসাহ তুঙ্কে ওঠে। দুপুর থেকেই জনতার ভিড় জমে, সন্ধ্যায় বিজয় সভাস্থলে আসতে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এর জেরে পদপিষ্ট হয়ে এখন অবধি নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১০ জন শিশু-সহ ৪১ জন হয়েছে। আহত ৬০ জন। উৎসবের মরসুমে এই মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নামে।
বিভিন্ন মহল থেকে বিজয়ের দল টিভিকে-কে নিশানা করা হলে তাঁরা পালটা ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এমন কি ওইদিন প্রচার সভায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয় বলেও জানান।
টিভিকে সূত্রে প্রকাশ, তাঁরা এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করছেন। অথবা সিট গঠন করে পুরো বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি করছেন তাঁরা। মানবাধিকার কমিশনকেও দরবার করছেন।
আগামী বছর তামিলনাড়ুর বিধান সভা নির্বাচন। জনপ্রিয় অভিনেতা তথা রাজনীতিক বিজয়ের দল-কে নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। কারুরের ঘটনায় তাই উদবিগ্ন টিভিকে দলও।

Be the first to comment