পুজো পরিস্থিতি, বাড়ি থেকেই তদারকি মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ঝকঝকে রোদ্দুরেও আশঙ্কা যাচ্ছে না বৃষ্টির ভ্রুকুটির। তাই বাড়ি থেকেও নিশ্চিন্তে নেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকেই অহরহ রাজ্যের সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। মুখ্যসচিব সহ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
গত সপ্তাহে কয়েক ঘন্টার রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিল কলকাতা। জল নামলেও কিছু এলাকায় এখনও এর কিছু চিহ্ন রয়ে গেছে। গত কয়েকদিন বৃষ্টি না হলেও ফের নিম্নচাপের ভ্রুকুটির খবরে উদবিগ্ন রাজ্য প্রশাসন। সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় আগামী পয়লা অক্টোবর এই রাজ্য, ওড়িশায় মৎস্যজীবিদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
এই সব প্রেক্ষিতে কিছুটা হলেও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। ফের জোর বৃষ্টি হলে আমজনতা যাতে অসুবিধায় না পড়েন, সেই জন্য প্রতিনিয়ত তদারকি করছেন বলে জানা গেছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর অবধি কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য সরকার। আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর কালিপুজো উপলক্ষে ও ২৭ ও ২৮ অক্টোবর ছট পুজোতেও এই কন্ট্রোল রুম চালু করা হবে। এখানে সচিব পদমর্যাদার আধিকারিক সহ তদারকি দলের আধিকারিকরা উপস্থিত থাকবেন।
আবহাওয়া ছাড়াও রাজ্যের আইন শৃঙ্খলার ওপরও সার্বিক নজর রাখবেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*