রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশ আছে উত্তর প্রদেশেই।৷ একই ছবি বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ও। উভয় ক্ষেত্রেই পরিবারের সম্মান রক্ষায় খুন হলেন তরুণী কন্যা। তাঁদের অপরাধ, বাড়ির অপছন্দের তরুণ এর সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা। দুটি ক্ষেত্রেই হত্যাকারী তাঁদের বাবা।
মধ্যযুগীয় এই বর্বরতার ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ কে বড় প্রশ্ন চিহ্নর মুখে দাঁড় করিয়েছে।
সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় উত্তর প্রদেশের কান্ধলা থানার অমবেহতা গ্রামে বাড়ির ওপর তলায় মেয়েকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে তাঁর বাবা। সঙ্গে তাঁর পনের বছরের পুত্রও ছিল। সতের বছরের তরুণীকে নৃশংসভাবে হত্যার দায়ে তাঁদের পুলিশ গ্রেফতার করেছে। দ্বাদশ শ্রেণির এই ছাত্রী পরিবারের অমতে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক রাখায় এই হত্যাকাণ্ড।
অপর ঘটনাটি বিজেপি শাসিত অপর রাজ্য মধ্যপ্রদেশের। গতকাল মোরেনা জেলার গলেঠা গ্রামের কাছে কওয়ারি নদীতে এক তরুণীর দেহ উদ্ধার হয়। দিন পাঁচেক আগে থেকে সে নিখোঁজ ছিল। তরুণীর এক প্রতিবেশী পুলিশকে এই নিখোঁজ থাকার খবর দেন। তাঁর অভিযোগ, কয়েকদিন আগে নিখোঁজ তরুণীর বাড়ি থেকে গুলির আওয়াজ ও চিৎকার শোনা গেছিল। এরপর মেয়েটিকে আর দেখা যায় নি। এই মেয়েটিও দ্বাদশ শ্রেণির ছাত্রী। তার প্রেমের খবরে ক্ষিপ্ত বাবা তাকে হত্যা করে নদীর জলে ফেলে দিয়েছিলেন।
পৃথক দুই ঘটনাতেই পুলিশ তাদের বাবাকে গ্রেফতার করেছে। নৃশংস এই হত্যাকান্ডে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Be the first to comment