রোজদিন ডেস্ক : লাদাখের বিশিষ্ট সমাজসেবী সোনম ওয়াংচুকের বিরুদ্ধে পাকিস্তান যোগের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ তাঁর স্ত্রী ও পরিবার। গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রপুঞ্জ ও পাকিস্তান সংবাদমাধ্যম আয়োজিত জলবায়ু সম্মেলনে যোগ দিতে সস্ত্রীক পাকিস্তান গেছিলেন সোনম ওয়াংচুক। এখন সেই সফরকে নিশানা করে কেন্দ্র ও স্থানীয় পুলিশ তাঁর বিরুদ্ধে পাকিস্তান যোগের অভিযোগ তুলেছে বলে মনে করেন তাঁর পরিবার।
এই অভিযোগ সর্বৈব মিথ্যা ও অবমাননাকর বলে ধৃত ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে অ্য্যাংমো আজ জানিয়েছেন।
সমাজ মাধ্যমে তিনি প্রশ্ন তোলেন, ভারত যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে পারে, তবে দেশের একজন বীর (সোনম) ওখানে (পাকিস্তানে) রাষ্ট্রপুঞ্জের সম্মেলনে যেতে পারবেন না? সেখানে জলবায়ু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ নিয়ে প্রশংসাও করেছিলেন সোনম।
লাদাখ কে রাজ্যের মর্যাদার দাবিতে সোনমের অনশন, ব্যাপক গণবিক্ষোভ ইত্যাদির জেরে গত সপ্তাহে সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি পাকিস্তানের চর সন্দেহে ধৃত এক ব্যক্তি সোনমের বিভিন্ন কর্মসূচির ভিডিও করে পাকিস্তানে পাঠাতেন বলে লাদাখের ডিজিপি এস ডি সিংহ জামওয়াল অভিযোগ করেছেন। এই বিষয়ে ওয়াংচুকের স্ত্রীর পালটা প্রশ্ন, এর দায় তো স্বরাষ্ট্র মন্ত্রকের। পাকিস্তানের চর এখানে ঘোরাফেরা করলে গোয়েন্দারা কি করছিলেন?? এর জবাব ওঁদেরই দিতে হবে।
লাদাখের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জন্য গীতাঞ্জলি নিরাপত্তা বাহিনীর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর আরও অভিযোগ, লাদাখকে পৃথক রাজ্যের মর্যাদা, ষষ্ঠ তফসিল এর আওতায় আনার দাবিতে সোনম সরব হওয়ায় দীর্ঘদিন ধরে তাঁকে হেনস্থা করা হচ্ছে।
প্রসঙ্গত, ধৃত ওয়াংচুককে বিজেপি শাসিত রাজস্থানের যোধপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
পাহাড়ের এই বিশিষ্ট সমাজসেবী, পরিবেশবিদের আদলে জনপ্রিয় থ্রি ইডিয়টস ছবির আমির খান অভিনীত চরিত্রটি হয়েছিল। তাঁর গ্রেফতারিতে ইতিমধ্যে কংগ্রেস, বামপন্থী দলগুলি তীব্র প্রতিবাদ করেছে।

Be the first to comment