রোজদিন ডেস্ক : প্রতিবেশী ভুটানের সঙ্গে এবার রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত হতে চলেছে ভারত! আজ দিল্লিতে বিদেশ সচিব বিক্রম মিসরি এই কথা জানান। বলেন, ভুটানের সঙ্গে ভারতের দীর্ঘ সুসম্পর্ক আছে। ওই দেশের রাজা ও প্রধানমন্ত্রী নিয়মিত এই দেশে আসা যাওয়া করেন। ভুটানের উন্নয়ন ও আধুনিকায়নে ভারত সব সময় সহযোগিতা করে। প্রতিবেশী এই দেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ( ২০২৪ -২০২৯) ভারত ১০ হাজার কোটি টাকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
রেলকন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-এর উপস্থিতিতে বিদেশ সচিব আরও বলেন, উভয় দেশের সাংস্কৃতিক, সভ্যতা ইত্যাদি সব ক্ষেত্রেই গভীর সুসম্পর্ক বর্তমান। গত বছর প্রধানমন্ত্রীর ভুটান সফরকালে তাঁকে ওই দেশের সর্বোচ্চ সম্মান ড্রুক ইয়ালপোতে ভূষিত করা হয়।
মহাকুম্ভে ভুটানের রাজা এসেছিলেন, কয়েক সপ্তাহ আগে রাজগীরে এক ভুটান মন্দির প্রতিস্থাপনে এসেছিলেন ওখানকার প্রধানমন্ত্রী।
ওই দেশের সঙ্গে রেল যোগাযোগের ওপর তিনিও রেলমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।
উত্তরবঙ্গে সীমানায় ছবির মত সুন্দর ও শান্ত দেশ ভুটান এই দেশের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য। রেল যোগাযোগ হলে উভয় পক্ষই উপকৃত হবে বলে কেন্দ্রের আশা।

Be the first to comment