- রোদ উঠলেও দূর্যোগের আশঙ্কা পুরোপুরি কাটছে না। তাই পুজোতেও বাড়ি থেকে তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। মুখ্যসচিব-সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
- কারুরে পদপিষ্ট হওয়ার জের। এবার বিজয়ের দল টিভিকে যাতে আর কোনও প্রচার সভা করতে না পারে সেই দাবি তুলল নিহতদের একাধিক পরিবার। এই দাবিতে আদালতের দ্বারস্থও হয়েছে একটি পরিবার।
- সোনার সঙ্গেই পাল্লা দিয়ে দৌড়চ্ছে রুপো। এবার প্রায় দেড়শো ছুঁইছ্ঁই রূপো। শনিবার কলকাতায় প্রতি কেজি রুপোর বাটের দাম আরও ৪৫৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,৪৩,৮০০ টাকায়। জিএসটি যোগ করে দাম ১,৪৮,০১৪ টাকা।
- আমেরিকায় ফের বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ৪ জন। আহত বেশ কয়েকজন। ডেট্রয়েট থেকে ১০০ কিমি দূরে এক গির্জায় প্রার্থনা চলাকালীন আচমকা এক ব্যক্তি ঢুকে এলোপাথাড়ি গুলি চালালে ৪জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পুলিশের পালটা গুলিতে হামলাকারীর মৃত্যু হয়।
- আনুমানিক ৮০ লক্ষ টাকার সোনা ও রুপোর বিস্কুট, রুপোর গহনা ও বিদেশি সিগারেট-সহ বাগডোগরা বিমানবন্দর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব বিভাগ।ধৃতদের নাম রত্নেশকুমার শা ও অমরদীপ সিং কোহলি। বাড়ি খড়দহ ও কালীঘাটে।
- ফের বিজেপি রাজ্যে আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। এবারের অভিযোগ বিজেপি জোট সরকারের রাজ্য বিহার থেকে। অভিযোগ, বিহারে ফেরিওয়ালার কাজ করতে যাওয়া মুর্শিদাবাদের হরিহরপাড়ার ৩ পরিযায়ী শ্রমিকের উপর শারিরীক অত্যাচারের পর আটকে রাখা হয়।
- দেশের গ্রামীণ এলাকার নাগরিকদের ব্যক্তিগত সঞ্চয় কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্র।এর কারণ খুঁজতে সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে বিশেষ সমীক্ষা। রাজ্যের সাত হাজারেরও বেশি গ্রামের ১ লক্ষ ৪৩ হাজার পরিবারের মধ্যে এই সমীক্ষা চালানো হচ্ছে।
- ফের বিজেপি-শাসিত দুই রাজ্যে অনার কিলিং। উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে দুই ছাত্রীকে পরিবারের সম্মান রক্ষার্থে খুন করার অভিযোগ। দুটি ক্ষেত্রেই খুনি তাঁদের বাবা। অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
- হুগলির বৈদ্যবাটিতে ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি কিয়স্কেট উদ্বোধন করা হল সোমবার। উদ্বোধন করেন বিধায়ক অরিন্দম গুঁইন।এছাড়াও বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলররসও উপস্থিত ছিলেন।
- প্রতীক্ষা শেষ। নতুন রূপে সেজে উঠল ঝাড়গ্রামের সুপ্রাচীন গুপ্তমনি মন্দির। মন্দিরটির সংস্কার কাজ শেষ হওয়ায় জঙ্গলমহলের সংস্কৃতি ও ঐতিহ্যের এক নতুন দিগন্ত উন্মোচিত হল, খুশি ভক্তরাও।
- শাহবাজ শরিফের বিরুদ্ধে ফুঁসছে জনতা, পাক অধিকৃত কাশ্মীরে বিরাট বিক্ষোভ! অশান্তির ঘটনায় হত ২, আহত ২২
- আওয়ামী অ্যাকশন কমিটি (AAC) সোমবার বিরাট বিক্ষোভ শুরু করেছে। এমনকী, অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ এবং ধর্মঘটের ডাক দিয়েছে। ইতিমধ্যেই ইসলামাবাদ ওই এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে।
- পানিট্যাঙ্কিতে থেকে ফের গ্রেফতার ২ বাংলাদেশি নাগরিক। ধৃত এক ভারতীয় দালালও। নেপাল থেকে দিল্লি যাওয়ার পথে গ্রেফতার হয়েছে ওই ৩ জন।
- এশিয়া কাপের সব ম্যাচ ফি ভারতীয় সেনাদের প্রতি উৎসর্গ করলেন সূর্যকুমার।
- ম্যাচ হেরেও ভারতকে দোষারোপ পাকিস্তানের ক্যাপ্টেনের। ছুড়ে ফেলে দিলেন রানার্স আপের প্রাইজ মানির চেক।

Be the first to comment