কেন্দ্রর সঙ্গে আলোচনা বয়কট লাদাখে, দাবি ওয়াংচুকের মুক্তি

Spread the love

রোজদিন ডেস্ক : লাদাখ নিয়ে কেন্দ্রর ভূমিকায় ক্ষুব্ধ দুই বিশিষ্ট সংগঠন আগামী ৬ অক্টোবরের আলোচনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। গত ২৪ সেপ্টেম্বর লাদাখে বিক্ষোভকারীদের কেন্দ্র জাতীয়তা বিরোধী ও পাকিস্তানপন্থী তকমা দেওয়াতেও ক্ষুব্ধ তাঁরা। ২৪ সেপ্টেম্বরের বিক্ষোভ আন্দোলনে পুলিশের গুলিচালনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছেন তাঁরা। সোনম ওয়াংচুক-এর নিঃশর্ত মুক্তিও দাবি করেছেন। সব মিলিয়ে লাদাখ পরিস্থিতি কেন্দ্রর কাছে ক্রমেই অস্বস্তি জনক হয়ে উঠছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
কেন্দ্র শাসিত লাদাখের শীর্ষ সংগঠন লে অ্য্যাপেক্স বডি (ল্যাব) আজ ঘোষণা করেছে, আগামী ৬ অক্টোবরের বৈঠক তাঁরা বয়কট করছেন। গত ২৪ সেপ্টেম্বর বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে চার জন নিহত হন। ল্যাব এর নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি করেছে। ওই বিক্ষোভকারীদের জাতীয়তা বিরোধী ও পাকিস্তানের হাতের পুতুল তকমা দেওয়ায় কেন্দ্রকে ক্ষমা চাওয়ারও দাবি করেছে এই সংগঠন।
একই দাবি করেছে কার্গিল ডেমোক্রেটিক অ্য্যালিয়েন্স ও (কে ডি এ)। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়া নিয়ে ওখানকার এই দুই সংগঠনের সঙ্গে আগামী ৬ অক্টোবর কেন্দ্রর আলোচনা হওয়ার কথা ছিল। তাঁরা তা বয়কট করার সিদ্ধান্ত নেওয়ায় কেন্দ্র যথেষ্ট ব্যাকফুটে বলে মনে করা হচ্ছে।
লাদাখের বিশিষ্ট সমাজসেবী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের গ্রেফতার নিয়েও ফুঁসছে লাদাখ। কে ডি এ নেতা সাজ্জাদ কার্গিল বলেন, খুব কম মানুষই লাদাখের সংগ্রামের কথা জানেন, কিন্তু সোনম ওয়াংচুকের গ্রেফতারের পর লাদাখের দাবি এখন দেশের প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে।
লাদাখের মানুষ এই দেশের শক্তি বলে মন্তব্য করে তিনি বলেন, তাদের দেওয়ালের দিকে ঠেলে দেওয়া ঠিক নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*