রাহুল গান্ধীকে খুনের হুমকি, ক্ষুব্ধ কংগ্রেসের চিঠি শাহকে

Spread the love

রোজদিন ডেস্ক : কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীকে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠলো এবিভিপি নেতা প্রিন্টু মহাদেবের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবিভিপি নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে।
সূত্রের খবর, কেরলের এবিভিপি নেতা প্রিন্টু মহাদেব একটি জাতীয় টি ভি চ্যানেলে রাহুল গান্ধী কে তীব্র আক্রমণ করে বলেন, যদি উনি (রাহুল) বাংলাদেশের জি প্রজন্মের মত আন্দোলনের স্বপ্ন দেখেন, তবে ওঁকে গুলি করে মারা উচিত। কংগ্রেসের দাবি, প্রকাশ্যে এই বক্তব্য রাহুলকে ঠান্ডা মাথায় পরিকল্পিত হুমকি ছাড়া কিছু নয়। এই মর্মে কেরলের কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে লেখা চিঠিতে অভিযোগ করেন, প্রথমে কটুক্তি করে রাহুলের মুখ বন্ধ করার চেষ্টা হয়, এখন প্রকাশ্যে খুনের হুমকি দেওয়া হচ্ছে! তিনি অমিত শাহকে মনে করিয়ে দেন, রাহুলের ঠাকুমা ইন্দিরা গান্ধী ও বাবা রাজীব গান্ধীও খুন হয়েছিলেন। সেই প্রেক্ষিতে এবিভিপি নেতার বক্তব্য আরও ভয়াবহ ও উদবেগজনক।
কংগ্রেস নেত্রী কুমারী শৈলজা সমাজ মাধ্যমে বলেন, এটি অসাবধানতাবশত বলা হয়নি, বিরোধী দলনেতার বিরুদ্ধে নির্মম ও পরিকল্পিত হুমকি।
এই বিষয়ে কেরলের রাজনৈতিক মহলেও তোলপাড় উঠেছে। কংগ্রেস এই নিয়ে রাজ্যের বাম সরকারকে বিঁধে জানিয়েছে, রাজ্য সরকার ও পুলিশ এই ভয়ংকর মন্তব্য নিয়ে কোন ব্যবস্থা নিচ্ছে না, এর নেপথ্যে বিজেপির সঙ্গে সিপিএমের রাজনৈতিক সমঝোতা থাকতে পারে।
আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের মুল লড়াই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*