রাজ্যব্যাপী হাজারের বেশি বুক স্টল সিপিএমের

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে আমজনতার কাছে পৌঁছতে সিপিএম এবার বইকে হাতিয়ার করছে। দুর্গাপুজোয় এবার শুধু কলকাতায় তাদের বুক স্টলের সংখ্যা একশোর বেশি। সারা রাজ্যে তা হাজারের বেশি বলে দলীয় সুত্রে জানা যায়। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে রাজ্যের প্রাক্তন দাপুটে শাসক দলের প্রাপ্তি শূন্য। এই নিয়ে প্রায়শই বর্তমান শাসক দলের কটাক্ষের শিকার তাঁরা। তবে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় খামতি নেই তাঁদের। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ, অভয়া কান্ড-সহ একাধিক নারী নিগ্রহের ঘটনা ইত্যাদিকে হাতিয়ার করে আন্দোলন ও করছেন তাঁরা।
বেশ কিছু ক্ষেত্রে ভাল সাড়াও মিলেছে। এর মাধ্যমে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা প্রমুখ বেশ কিছু তরুণ নেতা সংবাদে এসেছেন। সরকারের বিরুদ্ধে একের পর এক মামলায় জোরালো সওয়াল করে জনপ্রিয় হয়েছেন বিশিষ্ট আইনজীবি বিকাশ ভট্টাচার্য। তাঁর সহকারী ফিরদৌস শামিম, বিক্রম ব্যানার্জি, শামিম আহমেদ, সুদীপ্ত দাশগুপ্ত প্রমুখ কে এখন একডাকেই বেশির ভাগ মানুষ চেনেন।
আগামী বছরের বিধানসভা নির্বাচনে দলের হতশ্রী হাল ফেরাতে এঁদের ওপরও ভরসা করছে দল। মীনাক্ষী মুখার্জি-সহ তরুণ নেতাদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কিছুটা হলেও সুদিন ফেরানো যায় কিনা ভাবছেন।
শারদীয় বুক স্টলগুলিতে দলের মতবাদ নিয়ে তাত্বিক বই ছাড়া নানা ধরণের বই রাখা হয়েছে। গত বইমেলায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বই ভাল বিক্রি হয়েছিল, এবারও তা রাখা হয়েছে। তবে তাঁদের এই সব প্রয়াস আগামীতে ভোটের বাক্সে কতটা প্রভাব ফেলবে তাই এখন দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*