রোজদিন ডেস্ক : সপ্তমী র সকালে মালদার নীচুপাড়ার এক বাড়িতে তরুণী মা ও তাঁর দুই শিশু সন্তানের মৃত দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। দাম্পত্য টানাপোড়েনের জেরে দুই সন্তানকে মেরে ওই তরুণী আত্মহত্যা করেছেন বলে পুলিশের সন্দেহ। মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে প্রকাশ, আট বছর আগে রূপালির সঙ্গে পেশায় স্বর্নকার অসিত হালদারের বিয়ে হয়। তাঁদের দুই সন্তান। পুত্র অয়ন (৭) ও কন্যা রিমি (৬ মাস)। বিয়ের কয়েক বছর পর থেকে তাঁদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। গতকাল স্বামী অসিত ছেলেকে নিয়ে পুজো দেখতে যেতে চাইলে বাধা দেন রূপালি। এই নিয়ে দুজনের তুমুল বচসার পর সন্তানদের নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন তিনি। আজ সকালে অনেক বেলা অবধি দরজা না খোলায় তা ভেঙ্গে ভিতরে ঢুকলে রূপালির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। দুই শিশুর নিথর দেহ বিছানায় শায়িত ছিল। সপ্তমীর সকালে এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নামে।
কেন স্ত্রী এমন চরম সিদ্ধান্ত নিলেন তা জানতে স্বামীকে জেরা চলে। এর নেপথ্যে কোন রহস্য আছে কিনা তদন্ত করছে পুলিশ।
অন্যদিকে বীরভুমের সিউড়ির কাছে এক বাস দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়। যা নিয়ে শোকের ছায়া নামে।

Be the first to comment