১০ টা

Spread the love
  1. মহা সপ্তমীতে মন্ডপে মানুষের ঢল, যেন জনস্রোত।
  2. ১৭৭০ সাল থেকে ছাতুবাবু লাটু বাবুর বাড়িতে হয়ে আসছে দুর্গাপুজো, তাদের পুজোয় বলি হয় কিন্তু তা নৈবেদ্য বা চাল কুমড়ো বলি।
  3. সিঙ্গাপুরে মায়ের আরাধনা, হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান
  4. বিলেতে দুর্গাপুজো। শুধু লন্ডনেই কুড়ি থেকে পঁচিশটা পুজো হয়। নর্থ কেন্টে এ বছর প্রথম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পূজো। পুজোর নাম রাখা হয়েছে কাশফুল।
  5. পুজোয় আদিবাসীদের জন্য বসলো এক টাকার হাট।
  6. উত্তর ২৪ পরগনার বলাকা শিশু মহল। থিম দীঘা জগন্নাথ ধাম।
  7. নবমীতে নিম্ন চাপের সম্ভাবনা বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা।
  8. পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা শাহাবাজ শরীফ এর ওপর বেজায় ক্ষুব্ধ।
  9. বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী। মায়ের কাছে চাইলেন মাতৃ সুরক্ষা, নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা। এ বাংলায় মাতৃ শক্তি সুরক্ষিত নয় বললেন শুভেন্দু।
  10. সুরুচি সংঘে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুন মালিয়া, ঘুরে দেখলেন মন্ডপ। এই মুহূর্তে সুরুচি সংঘে হরিয়ানা হ্যারিকেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, সুরুচি সংঘের থিম আহুতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*