- মহা সপ্তমীতে মন্ডপে মানুষের ঢল, যেন জনস্রোত।
- ১৭৭০ সাল থেকে ছাতুবাবু লাটু বাবুর বাড়িতে হয়ে আসছে দুর্গাপুজো, তাদের পুজোয় বলি হয় কিন্তু তা নৈবেদ্য বা চাল কুমড়ো বলি।
- সিঙ্গাপুরে মায়ের আরাধনা, হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান
- বিলেতে দুর্গাপুজো। শুধু লন্ডনেই কুড়ি থেকে পঁচিশটা পুজো হয়। নর্থ কেন্টে এ বছর প্রথম বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পূজো। পুজোর নাম রাখা হয়েছে কাশফুল।
- পুজোয় আদিবাসীদের জন্য বসলো এক টাকার হাট।
- উত্তর ২৪ পরগনার বলাকা শিশু মহল। থিম দীঘা জগন্নাথ ধাম।
- নবমীতে নিম্ন চাপের সম্ভাবনা বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা।
- পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা শাহাবাজ শরীফ এর ওপর বেজায় ক্ষুব্ধ।
- বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের বাড়ির পুজোয় শুভেন্দু অধিকারী। মায়ের কাছে চাইলেন মাতৃ সুরক্ষা, নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা। এ বাংলায় মাতৃ শক্তি সুরক্ষিত নয় বললেন শুভেন্দু।
- সুরুচি সংঘে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুন মালিয়া, ঘুরে দেখলেন মন্ডপ। এই মুহূর্তে সুরুচি সংঘে হরিয়ানা হ্যারিকেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব, সুরুচি সংঘের থিম আহুতি।

Be the first to comment