রোজদিন ডেস্ক : দেশের গ্রামীণ এলাকাগুলিতে নাগরিকদের ব্যক্তিগত সঞ্চয় কমতে থাকায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এর কারণ খুঁজতে সারা দেশের মত পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে বিশেষ সমীক্ষা। রাজ্যের সাত হাজারেরও বেশি গ্রামের ১ লক্ষ ৪৩ হাজার পরিবারের মধ্যে এই সমীক্ষা চালানো হচ্ছে। এর মূল লক্ষ্য, ডাকঘরের স্বল্প সঞ্চয় ও অন্যান্য পরিষেবা নিয়ে গ্রামীণ মানুষ কতটা সন্তুষ্ট তা যাচাই করা।
ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, কিষান বিকাশ পত্র, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিম বা টার্ম ডিপোজিটের মতো প্রকল্পগুলি এখনও গ্রামীণ মানুষ ডাকঘরের মাধ্যমেই করেন। কিন্তু এসব পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষ কতটা সচেতন, পরিষেবার মান কেমন, তার আসল ছবিটা সরকারের কাছে নেই। তাই এই সমীক্ষা করা হচ্ছে।
সূত্রের খবর, সমীক্ষার তথ্য সংগ্রহ একেবারে শেষ পর্যায়ে। এই রিপোর্ট দেখে ভবিষ্যতে ডাকঘরের পরিষেবা ও স্বল্প সঞ্চয় প্রকল্পে কোনও পরিবর্তন আনতে পারে কেন্দ্রীয় সরকার।

Be the first to comment