বিহারে আক্রান্ত মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিক

The angry man clenched his fist. Concept of violence.
Spread the love

রোজদিন ডেস্ক : ফের বিজেপি রাজ্যে আক্রান্ত হলেন বাংলার তিন পরিযায়ী শ্রমিক। এবার অভিযোগ এল বিজেপি জোট সরকারের রাজ্য বিহার থেকে। অভিযোগ, বিহারে ফেরিওয়ালার কাজ করতেন মুর্শিদাবাদের হরিহরপাড়ার ৩ পরিযায়ী শ্রমিক। তিনজনের বাড়ি হরিহরপাড়া ব্লকের প্রদীপডাঙ্গা গ্রামে। অভিযোগ, বিহারে তাঁদের উপর শারিরীক অত্যাচারের পর আটকে রাখা হয়।  কোনওমতে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। তাঁরা বলছেন, গত শুক্রবার হঠাৎই একদল দূষ্কৃতী তাঁদের উপর চড়াও হয়। পরিচয়পত্র দেখতে চায়। এরপরই কিল-ঘুষি, লাথি পড়তে থাকে। চলে অকথ্য  গালিগালাজ। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে শনিবার রাতের অন্ধকারে কোনওরকমে তাঁরা ফিরে আসেন। তাঁদের চোখে এখনও আতঙ্কের ছাপ। খবর পেয়ে আক্রান্তদের বাড়ি যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আক্রান্তদের একজন ডালিম শেখ বলছেন, ওখানে আমাদের গ্রামের ৩০ থেকে ৪০ জন আছে। আমরা ফেরিওয়ালার কাজ করি।তিনজন পালিয়ে এসেছি। ওরা বলছে আমরা নাকি বাংলাদেশি, ডকুমেন্ট চাইছিল। তারপর মারধর করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*