রোজদিন ডেস্ক : আমেরিকায় ফের বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন ৪ জন। আহত বেশ কয়েকজন। ডেট্রয়েট থেকে ১০০ কি.মি. দূরে একটি গির্জায় প্রার্থনা চলাকালিন আচমকা এক ব্যক্তি প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালালে ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন।পুলিশ দ্রুত অকুস্থলে পৌঁছয়। তাদের গুলিতে হামলাকারীও প্রাণ হারান। কেন ও কি উদ্দেশ্যে ওই ব্যক্তি এই ভয়ংকর আক্রমণ করলেন তা এখনও পরিস্কার নয়। সূত্রের খবর, গির্জায় প্রার্থনা চলার সময় আচমকা গাড়ি নিয়ে হামলা কারী প্রবেশ করে রাইফেল চালাতে থাকে। কয়েকশো উপস্থিত প্রার্থনাকারীর ওপর এই আক্রমণে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ভয়ে আতঙ্কে দিশাহারা হন তাঁরা সকলেই।নিহত হামলাকারীকে থমাস জ্যাকব স্যানফোর্ড বলে পুলিশ চিহ্নিত করেছে।
রাষ্ট্রপতি ট্রাম্প এই ঘটনায় গভীর উদবেগ ব্যক্ত করেন। ১০০ জন এফবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন।

Be the first to comment