- খেলার মাঠেও অপারেশন সিঁদুর, এশিয়া কাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর
- এশিয়া কাপ হাতে নিয়ে ‘পালালেন’ নকভি! বিস্ফোরক অভিযোগ! বিনা ট্রফিতেই সেলিব্রেশনে সূর্যকুমাররা।
- চিরাচরিত রীতি এবং ঐতিহ্য মেনে সপ্তমী পুজো বেলুড় মঠে।
- সপ্তমীতে নবপত্রিকা স্নান, গঙ্গাতীরে মানুষের ঢল
- নেই বৃষ্টি, মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা।
- দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হল মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ
- ষষ্ঠীর গোটা দিন জুড়েও বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকল সন্তোষ মিত্র স্কোয়ার
রবিবার পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তোলেন সজল ঘোষ। সেই সঙ্গে আশঙ্কাপ্রকাশ করেন, পুলিশ – প্রশাসনের চাপে, পুজো না বন্ধ করে দিতে হয় ! সেই সঙ্গে বলেছেন, পুলিশ-প্রশাসন দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করছে। - ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের কাছে একাধিক অভিযোগ আসছে ১০০ ডায়াল ও থানার কাছে। অনেকের বাড়িতে অসুস্থ মানুষ আছেন শব্দের জন্য তাঁরা সমস্যায় পড়ছেন।
- খারাপ রাস্তায় গর্তে উল্টোল বাস, মৃত্যু শিশুর, আশঙ্কাজনক ১২ জন, সপ্তমীর সকালে মর্মান্তিক দুর্ঘটনা। কীর্ণাহার থেকে বোলপুরে যাচ্ছিল বাসটি, টোটোকে পাশ কাটাতে গিয়ে বাসটি গর্তে পড়ে যায়।
- মধ্যপ্রদেশের রায়সেন জেলার খান্ডেরা ধাম মন্দিরে ছড়ায় আতঙ্ক । নবরাত্রি মেলায় একটি বিরাট নাগর দোলার একটি দোলনা হঠাৎ ভেঙে পড়ে যায়। ঘটনায় কারও প্রাণহানি হয়নি।
- পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। অপরাজিত অর্ধশতরান করে দলকে জিতিয়েছেন তিলক বর্মা।
- সোশ্যাল মিডিয়া পোস্টে অমিতাভ লিখেছেন, “আমরা জিতে গিয়েছি। খুব ভালো খেলেছ ‘অভিষেক বচ্চন’, ওখানে জিভ হোঁচট খায়, আর এখানে কোনও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ছাড়াই শত্রুদের হারিয়ে দিয়েছ। মুখ বন্ধ ওদের একদম।” এই পোস্টের সঙ্গে হাসির ইমোজিও দিয়েছেন বিগ বি।

Be the first to comment