আজ মহাসপ্তমী, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক, সেই সঙ্গে প্রয়াণদিবসে স্মরণ করলেন মাতঙ্গিনী হাজরাকে

Spread the love

রোজদিন ডেস্ক : আজ সোমবার। মহাসপ্তমী। এদিন সকালে সোশ্যাল মিডিয়া সকলকে পবিত্র মহাসপ্তমীর শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তাঁর কথায় ও সুরে শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি। তিনি লেখেন —
“শরৎ আকাশের নীল গগনে
মা এসেছে দুর্গা অঙ্গনে ”
সকলকে জানাই মহাসপ্তমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।
একই সঙ্গে তিনি এদিন প্রয়াণদিবসে বাংলার বীর শহিদ মাতঙ্গিনী হাজরাকেও স্মরণ করে শ্রদ্ধা জানান। মাতঙ্গিনী হাজরার শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, তাঁর সরকার এই শহিদের স্মৃতি রক্ষার্থে কী কী উদ্যোগ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন—-
শহিদ মাতঙ্গিনী হাজরার প্রয়াণ দিবসে, অসীম সাহসের প্রতিমূর্তি এই স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। তাঁর আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল স্বাধীনতা সংগ্রামে এদেশের পথিকৃৎ। আর বাংলা ছিল স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান যেখানে মাতঙ্গিনী হাজরার মতো অগণিত অগ্নিকন্যা-অগ্নিপুত্রদের তেজে, বীরত্বে সর্বশক্তিমান বিদেশী সাম্রাজ্যে কাঁপন ধরে গিয়েছিল।
আমি আনন্দিত, পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের আলিনান গ্রামে তাঁর বসতবাটির পাশেই আমাদের সরকার এই মহান স্বাধীনতা সংগ্রামীর একটি মূর্তি স্থাপন করেছে এবং তাঁর জীবন ও ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাঁর অবদান নিয়ে একটি সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলাম। এই মিউজিয়ামে তাঁর ব্যবহৃত নানান ব্যক্তিগত জিনিসপত্রও প্রদর্শিত হচ্ছে। অনেক মানুষ এখন এই মিউজিয়ামটি দেখতে আসেন।
আমাদের আলিপুর মিউজিয়ামেও আমরা শ্রদ্ধার সঙ্গে শহিদ মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করেছি।
এদিন তাঁর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সকলকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*