রোজদিন ডেস্ক : পুজোয় পরিবারহীন, অসহায় প্রবীণদের পাশে দাঁড়াল পুলিশ। উত্তর ২৪ পরগনার নিউব্যারাকপুর নতুন ছবি মানবিক পুলিশের। কিছু গৃহহীন, পরিবারহীন, অসহায় মানুষ। এমনই সব বৃদ্ধ-বৃদ্ধাদের মাথা গোঁজার ঠাই দিয়েছে নিউবারাকপুর পুরসভা। সেই আশ্রয়স্থলের নাম ‘স্নেহের বন্ধন’। থানা থেকে যার দূরত্ব প্রায় ৫০০ মিটার। এলাকায় টহল দিতে গিয়ে এই অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের দিকে নজর পড়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের। তারপরেই পুলিশের সঙ্গে ওই বৃদ্ধ-বৃদ্ধাদের নতুন সম্পর্কের শুরু। অগণিত বৃদ্ধ-বৃদ্ধার সন্তানতুল্য হয়ে ওঠেন নিউব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমিত কুমার বৈদ্য। সঙ্গত দেন থানার অন্য অফিসারেরা। পুলিশ ও এই প্রবীণ মানুষগুলো স্নেহের বন্ধনে বেঁধে ফেলেন একে অপরকে। এর আগে কেউই তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করেনি, এমনভাবে অসহায় মানুষগুলোকে আগলে রাখেনি। সুমিতবাবু হয়ে উঠেছেন সেই অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের নির্ভরতার জায়গা। ষষ্ঠীর দিন ওই গৃহহীনদের হাতে পুজার পোষাক তুলে দিয়ে এক অভিনব বোধনের সূচনা করল নিউবারাকপুর থানা।। শুধু তাই নয়, রবিবার সন্ধ্যায় বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে একাধিক মণ্ডপে ঘুরিয়ে ঠাকুরও দেখাল পুলিশ।প্রতিমা দর্শনের সমস্ত আয়োজনই করল পুলিশ।

Be the first to comment