‘কলকাতা শ্রী’র সেরার সেরা খেতাব শহরের চার পুজোকে

Spread the love

রোজদিন ডেস্ক : ঘোষিত হল ‘কলকাতা শ্রী ২০২৫’-এর এ বছরের শারদ সম্মান। মহাষষ্ঠীর দিন শহরের পুজোগুলির মধ্যে সেরাদের নাম ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। উত্তর বনাম দক্ষিণ, এর মধ্যে থেকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা থিম, সেরা আলোকসজ্জা, সেরা পরিবেশ-সহ মোট ৯টি ক্যাটাগরিতে পুজোগুলিকে বেছে নিলেন মেয়র ও তাঁর টিম।

রবিবার কলকাতা পুরভবনে সেই তালিকা আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হল। সঙ্গে ছিলেন পুর-কমিশনার ধবল জৈন, মেয়র পারিষদ দেবাশিস কুমার, সন্দীপন সাহা-সহ অন্যরা। এবার ‘সেরার সেরা’ ক্যাটাগরিতে ‘কলকাতা শ্রী’র শিরোপা জিতল কেন্দুয়া শান্তি সংঘ, পূর্বাচল শক্তি সংঘ, টালা প্রত্যয় ও সুরুচি সংঘ। ‘সেরা পুজো’র শিরোপা জিতেছে আলিপুর সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল, কাশী বোস লেন ও বেহালা নতুন দল। সেরা প্রতিমায় নজর কেড়েছে অশোকনগর সর্বজনীন, খিদিরপুর ৭৪ পল্লি সর্বজনীন, নলীন সরকার স্ট্রিট ও গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব।

সেরা থিম বিভাগে পুরষ্কার জিতেছে নাকতলা উদয়ন সংঘ, নেতাজিনগর নাগরিকবৃন্দ, বেহালা ফ্রেন্ডস ও বরিশা ক্লাব। সেরা শৈল্পিক উৎকর্ষে বাজিমাত করেছে ঠাকুরপুকুর এসবি পার্ক, প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক, শিকদার বাগান ও হাতিবাগান সর্বজনীন।

সেরা আলোকসজ্জায় চোখ টেনেছে রাজডাঙা নব উদয় সংঘ, টালা বারোয়ারি, সমাজসেবী সংঘ, মুদিয়ালি ক্লাব।

সেরা পরিবেশবান্ধব পুজো হিসেবে শিরোপা জিতেছে চালতাবাগান সর্বজনীন, অজেয় সংহতি, এন্টালির ১৪ পল্লি ও বেহালা ক্লাব।

সেরা সমাজকল্যান বিভাগে পুরষ্কার জিতেছে বাদামতলা আষাঢ় সংঘ, বেলেঘাটা ৩৩ পল্লিবাসীবৃন্দ, ৪১ পল্লি ও কালীঘাট মিলন সংঘ।

সেরা সম্ভাবনা হিসেবে উঠে এসেছে কামডহরি সুভাষ পল্লি সর্বজনীন, কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট, ক্যানাল রোড সমাজসেবী ও বেহালা ইয়ং মেনস অ্যাসোসিয়েশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*