- শরৎ আকাশের নীল গগনে মা এসেছে দূর্গা অঙ্গনে…. এই বলে রাজ্যবাসীকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান ও সকলের মাঝে শেয়ার করলেন তিনি।
- শহিদ মাতঙ্গিনী হাজরার আজ প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নান এর মাধ্যমে পুজোর শুরু।
- ইউরোপ থেকে আমেরিকা বিদেশে ঘটা করে হচ্ছে দুর্গাপুজো।
- কলকাতা পুরসভা আয়োজিত কলকাতা শ্রী-র সেরা খেতাব শহরের চার পূজোকে। উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম।
- প্রবীণদের মণ্ডপ ঘুরিয়ে ঠাকুর দেখালো টিম অভিষেকের দুত।
- গৃহহীন পরিবারহীন অসহায় প্রবীণদের ঠাকুর দেখালো পুলিশ। নিউ ব্যারাকপুরের ঘটনা।
- রানাঘাটে দুর্গা পুজোর বড় চমক দিল কামালপুরের ক্লাব অভিযান সংঘ। এবার তাদের প্রতিমা ১০০ ফুটেরও বেশি উচ্চতার।
- প্রত্যাশা মত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। পাকিস্তানকে তিন তিনবার হারিয়ে এশিয়া কাপ দখলে রাখল ভারত।
- পুলিশের জালে জালিয়াত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

Be the first to comment