দশে দশ

Spread the love
  1. শরৎ আকাশের নীল গগনে মা এসেছে দূর্গা অঙ্গনে…. এই বলে রাজ্যবাসীকে মহাসপ্তমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া একটি গান ও সকলের মাঝে শেয়ার করলেন তিনি।
  2. শহিদ মাতঙ্গিনী হাজরার আজ প্রয়াণ দিবস। তাকে শ্রদ্ধা ও সম্মান জানিয়ে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  3. আজ মহাসপ্তমী। নবপত্রিকা স্নান এর মাধ্যমে পুজোর শুরু।
  4. ইউরোপ থেকে আমেরিকা বিদেশে ঘটা করে হচ্ছে দুর্গাপুজো।
  5. কলকাতা পুরসভা আয়োজিত কলকাতা শ্রী-র সেরা খেতাব শহরের চার পূজোকে। উপস্থিত মেয়র ফিরহাদ হাকিম।
  6. প্রবীণদের মণ্ডপ ঘুরিয়ে ঠাকুর দেখালো টিম অভিষেকের দুত।
  7. গৃহহীন পরিবারহীন অসহায় প্রবীণদের ঠাকুর দেখালো পুলিশ। নিউ ব্যারাকপুরের ঘটনা।
  8. রানাঘাটে দুর্গা পুজোর বড় চমক দিল কামালপুরের ক্লাব অভিযান সংঘ। এবার তাদের প্রতিমা ১০০ ফুটেরও বেশি উচ্চতার।
  9. প্রত্যাশা মত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত। পাকিস্তানকে তিন তিনবার হারিয়ে এশিয়া কাপ দখলে রাখল ভারত।
  10. পুলিশের জালে জালিয়াত ধর্মগুরু স্বামী চৈতন্যানন্দ

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*