রোজদিন ডেস্ক : বেশ কয়েক বছর অন্তরালে থাকার পর ফের নিজের গ্রামের বাড়ির পূজোয় স্বমহিমায় দেখা গেল সকন্যা অনুব্রত (Anubrata) মন্ডলকে। বীরভূমের হাটসেরান্দি গ্রামে মুখ্যমন্ত্রীর স্নেহের কেষ্ট র বাড়ির বহুদিনের পুজো। তাঁর রাজনৈতিক উত্থানের সঙ্গে জৌলুস বাড়ছিল এই পুজোরও। ই ডি র কোপে অনুব্রত ও তাঁর কন্যা গ্রেফতার হন। ঠাঁই হয় দিল্লির তিহার জেলে।
ফলত ম্লান হয় তাঁর গ্রামের বাড়ির পূজোও।
অনুব্রত ও তাঁর কন্যা সুকন্যা এখন জামিনে মুক্ত আছেন। ধীরে ধীরে রাজনৈতিক অঙ্গনে স্বমহিমায় ফিরছেন কেষ্ট।
আজ দীর্ঘদিন পর হাটসেরান্দি গ্রামে কন্যাকে নিয়ে যান তিনি। তাঁদের দেখতে অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
গত বছর পুজোর আগে জামিনে মুক্তি পেয়েও গ্রামের বাড়ির পূজোয় গেছিলেন তাঁরা। তখনও কারাবাসের গ্লানি যায় নি তাঁদের। আর্থিক সমস্যাও ছিল।
এবার পরিস্থিতির অনেক বদল হয়েছে। ফের স্বমহিমায় ফিরেছেন তিনি। আজ গ্রামের পুজোয় গিয়ে সব তদারকি করেন তিনি। ছোটবেলার স্মৃতিচারণা করেন। মেয়ের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন।

Be the first to comment