১০ টা

Spread the love
  1. তিনশো ডলারের লোভ দেখিয়ে পার্টিতে ডেকে তিন তরুণীকে নৃশংসভাবে খুন। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের ঘটনা এটি।
  2. নেপালের নন্দিনী ৯৮ বছরের লেকপল্লী সর্বজনীনের থিম এটি। সর্বধর্মসমন্বয়ে এর বার্তা। নেপালে শুধু বৌদ্ধ ধর্ম নয় তারা মা দুর্গা ইত্যাদি শক্তির আরাধনা হয়। নন্দিনী রূপে পূজা হন মা।
  3. সিউড়ি শ্যামাপ্রসাদ স্মারক সমিতি। থিম হলো অপারেশন সিঁদুর। পুজো উদ্বোধনে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
  4. ব্রিটেনের দাস বাড়িতে মাতৃ আরাধনা।
  5. নিউজিল্যান্ডে দেবীর বোধন আরাধনা বিল্ল অধিবাস
    বঙ্গীয় সমাজ গ্রেটার নয়ডার পুজো, গ্রেটার নয়ডার প্রথম পুজো।
  6. সন্তোষ মিত্র স্কয়ারে বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় তৃণমূলের রাজন্যা প্রান্তিক। পুজোয় রাজনীতি নেই বললেন রাজন্যা।
  7. অজেয় সংহতির ৬৫ তম বর্ষ। থিম সর্বংসহা।
  8. ম্যাডক্স স্কয়ারে ৯৯তম বর্ষ রাজবাড়ীর আদলে মন্ডপ।
  9. কাঁকুড়গাছির মিতালী সংঘ লক্ষ্মী হিসেবে তুলে ধরেছে চা বিক্রেতা মহিলাকে।
  10. গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের থিম হল চেতনায় রঙিন আলপনা মিনাকারির মাধ্যমে মন্ডপ সাজানো হয়েছে। এখানকার প্রধান উদ্যোক্তা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বললেন মিনা কারীর ঔজ্জ্বল্য মনের নেতিবাচক দিকে ঢেকে দেয়। এটি সম্পূর্ণ মহিলা উদ্যোগে পরিচালিত পুজো

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*