বিশ্বভারতীর বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক : বিশ্বকবির স্বপ্নের বিশ্বভারতীর সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্য পূর্ত দফতর। অভিযোগ, সরকারি জমিতে বিনা অনুমতিতে তোরণ বানাচ্ছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। সূত্রের খবর, শান্তিনিকেতনকে আরও আকর্ষণীয় করতে চারটি তোরণ তৈরির উদ্যোগ নিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। শ্যামবাটি, কালিসায়র, কবিগুরু হস্তশিল্প বাজার ও দমকল দফতর এর সামনের রাস্তায় তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে রতনকুঠি অতিথি আবাস, কবিগুরু হস্তশিল্প বাজারের কাছে কাজও শুরু হয়। ব্যবসায়ীদের আপত্তিতে তা স্থগিত রাখা হয়। গতকাল পূর্ত দফতর এর আধিকারিকরা এই সব জায়গা সরেজমিনে দেখতে যান। পূর্ত দফতরের আওতায় থাকা জমিতে এই কাজ চলায় তাঁরা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের কাছে নথিপত্র দেখতে চাইলে তাঁরা তা দিতে পারেননি।
পূর্ত দফতর এই বিষয়ে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে একাধিক বার রাজ্য সরকার এর সঙ্গে বিভিন্ন বিষয়ে সংঘাত হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষর। নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষের আমলে ও এর অন্যথা হল না।
বিশ্বভারতীতে এখন দুর্গা পুজো উপলক্ষে ছুটি। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে পুজোর ছুটি চলছে।
পুজো না মিটলে এই সব নিয়ে ফয়সালার আশা কম বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*