রাজ্যে রাষ্ট্রপতি শাসন দাবি দিলীপ ঘোষের

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী-সহ দলের শীর্ষ নেতারা রাজ্যে এলে তাঁকে সেখানে দেখা যায় না। তবে নিজের মত করে রাজ্য সরকারের  বিরুদ্ধে লাগাতার তোপ জারি রেখেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী যখন কলকাতায় পুজো উদবোধন করতে এসেছেন, তিনি তখন  দুর্গাপুরে চা-চক্রে ব্যস্ত।  সেখানেই। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে আগামী বছর বিধানসভা নির্বাচন এর নিদান দিলেন তিনি।। রাজ্যে SIR করা নিয়ে দলের ঠোঁট কাটা এই নেতার কথায়, যে সব সরকারি কর্মী টিএমসি-র অনুগামী, তাঁদের কোন ভাবেই বিএলও করা যাবে না। অস্থায়ী কর্মীদের দিয়ে কাজ চায় না নির্বাচন কমিশন। রাজ্য সরকার এই সব নিয়ে টালবাহানা করছে। তাঁর মত, রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে এস আই আর হোক, তারপর বিধান ভা নির্বাচন হোক।

মহালয়ার আগে মুখ্যমন্ত্রীর পুজো উদবোধন নিয়ে তাঁর মন্তব্য, ওঁর সব কিছুই আলাদা। পঞ্জিকাও। তবে আগামী বার উনি আর ক্ষমতায় আসবেন কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেন।

সম্প্রতি দুর্গাপুরে গরুচোর সন্দেহে গাড়ি আটকে ছিলেন বিজেপির যুব নেতারা। পুলিশ তাঁদের গ্রেফতার করে। আজ তাঁদের সংবর্ধনা দেন দিলীপ ঘোষ। সরকারকে বিঁধে বলেন, টিএমসি আগামীবার ক্ষমতায় এলে ফিরহাদ হাকিমকে উপ মুখ্যমন্ত্রী করার দাবি উঠবে। এরপর ২০৩১ সালে এলে দাবি উঠবে সংখ্যালঘু সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী করার জন্য। এখানে গরুচোরদের ছেড়ে গো ভক্তদের ধরে পুলিশ।

সম্প্রতি শাসক দলের সাংগঠনিক রদবদল নিয়ে প্রশ্নে স্বভাবজাত ভংগীতে বলেন, এতে আর কি হবে!! গরুচোর এর জায়গায় কয়লা চোর, তার জায়গায় বালি চোর কে বসাবে। টিএমসি-র যারা ভাল লোক, তারা সরে গেছেন বলে মন্তব্য করেন তিনি।

আগামী বছর রাজ্যের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে দলের পর্যবেক্ষক ভুপেন্দ্র যাদব প্রসঙ্গে তাঁর বক্তব্য, উনি অভিজ্ঞ মানুষ। ওঁর সহকারী বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় পরিবর্তন হয়েছিল। তাঁদের নেতৃত্বে এই রাজ্যেও নতুন যুগের সুচনা হবে বলে আশা করেন দিলীপ ঘোষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*