রোজদিন ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল বন্ধ করে দিতে হবে। যাদবপুর থানা খুঁটিয়ে দেখবে সব হস্টেলে তালা দেওয়া আছে কিনা। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এ সংক্রান্ত এক মামলায় হাইকোর্টের বিচারপতি সুজয় পালের বেঞ্চ এদিন জানিয়েছে এখন পুজোর ছুটি। তাই যাতে কোনও বহিরাগত এই সময় ক্যাম্পাসে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে তারপর ফের হস্টেলের তালা খোলা হবে। ছুটি শেষ হলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়, দু’পক্ষ বসে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসানো-সহ অন্যান্য বিষয়গুলি নিয়েও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী শুনালিতে গোটা বিষয়টি নিয়ে রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের।

Be the first to comment