বাংলায় পর পর জঙ্গি ধরা পড়ায় বর্ষবরণের শুরুতে কলকাতায় বাড়ানো হলো পুলিশি কড়া নজরদারি

Spread the love

রোজদিন ডেস্ক,কলকাতা:- পুরনো বছরের শেষের দোরগোড়ায় এসে নতুন বছরকে স্বাগতম জানানোর মুখে চারিদিকে যেন বাড়ছে উদ্বেগ। বাংলায় একের পর এক জঙ্গির গ্রেফতারির আবহেই শহরে বর্ষ বরণের উৎসব।

সেই আবহে এবার মহানগরে বাড়তি সতর্কতা জারি করল কলকাতা পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারিতে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হবে।
গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই নিরাপত্তার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, বউবাজার এলাকার পানশালায় থাকছে কড়া নজরদারি।
বাংলাদেশের পরিস্থিতির আবহে মার্কুইজ স্ট্রিটেও নজরদারি চালানো হচ্ছে। বিশেষত মার্কুইজ স্ট্রিটের হোটেলগুলিতে বাড়তি নজর থাকছে লালবাজারের। শহরের প্রতিটি থানা ও ট্রাফিক পুলিশকে নাকা তল্লাশির নির্দেশ দেওয়া হয়েছে। পার্ক স্ট্রিটে এবার বাড়ানো হয়েছে সিসি ক্যামেরার সংখ্যা।

কলকাতা পুলিশের স্পেশাল ফোর্স মোতায়েন করা হচ্ছে। বর্ষবরণের রাতে কলকাতায় কারা আনাগোনা করছেন?
কন্ট্রোল রুম থেকে তার তদারকি করবেন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। পার্ক স্ট্রিটকে বেশ কয়েকটি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে থাকছেন একজন করে ডিসি। প্রতিটি জোনে ডিসি-র নেতৃত্বে অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*