রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনকে না জানিয়ে এসআইআরের কাজে যুক্ত তিন আইএএস আধিকারিককে রাজ্যর বদলি করা নিয়ে প্রশ্ন উঠলো। এই আধিকারিকদের বদলির নির্দেশ প্রত্যাহার করতে মুখ্য সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, স্মিতা পান্ডে, রণধীর কুমার ও অশ্বিনী যাদবকে কয়েকটি জেলার পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। রাজ্য সরকার সম্প্রতি স্মিতা পান্ডেকে বদলি করে। রণধীর কুমার ও অশ্বিনী যাদবকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এই খবর পেয়ে নির্বাচন কমিশন রাজ্যকে জানিয়ে দেয়, তাদের না বলে এই ভাবে এসআইআরের কাজে যুক্ত কোন আধিকারিককে বদলি করা যাবে না। বুধবারের মধ্যে রাজ্যকে এই নিয়ে রিপোর্টও দিতে হবে।
নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে রাজ্য সরকারি মহল কিছুটা হলেও অস্বস্তি তে বলে জানা যায়।

Be the first to comment