ইডি-কে হারিয়ে দিলেন দিদি : অখিলেশ

Spread the love

রোজদিন ডেস্ক : জনতার জন্য বিজেপির বিরুদ্ধে “দিদি” লড়ছেন, এই লড়াই-এ উনি জয়ী হবেনই বলে সমাজবাদী নেতা অখিলেশ যাদব আজ দৃঢ়ভাবে জানিয়েছেন। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘ বৈঠকের পর উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ইডি-র ডিজিটাল ডাকাতি দিদি রুখে দিয়েছেন। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, এখানে বিজেপি সম্মানজনক ভাবে হারের জন্য লড়াই করছে। বলেন, সারা দেশে একমাত্র দিদিই বিজেপির সঙ্গে মোকাবিলা করছেন।

পারিবারিক এক অনুষ্ঠানে অংশ নিতে সোমবার সস্ত্রীক কলকাতা এসেছেন অখিলেশ যাদব। আজ নবান্নে যাওয়ার আগে সাংসদ স্ত্রী ডিম্পলকে নিয়ে তিনি কালিঘটে পুজো দিতে যান।
নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। দুপুর ১.৩৫ মিনিটে নবান্নে আসেন তিনি। প্রায় এক ঘণ্টা তাঁদের বৈঠক হয়।
সোমবারে মত আজ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রিয় “দিদি ” মুখ্যমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন। সঙ্গে এই রাজ্যের সার্বিক বাতাবরণের ঢালাও প্রশংসা করে বলেন, এই রাজ্য শুধু রাজনৈতিক না, সাংস্কৃতিক ঐতিহ্যেও অগ্রণী। বিজেপি, কেন্দ্রীয় নির্বাচন কমিশন কে নিশানা করে বলেন, এঝানে মুখ্যমন্ত্রীকে হেনস্থা করার জন্যই এস আই আর করা হচ্ছে। এস আই আরের আড়ালে বিজেপি এন আর সি র ছক কষেছে বলে তোপ দাগেন। বলেন, তবে বিজেপি এতে সফল হবে না৷ এখানে মানুষ তা রুখে দেবেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী জনতার জন্য বিজেপির বিরুদ্ধে লড়ছেন, তিনি জয়ী হবেনই।
রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য, পরিমন্ডলে র উচ্ছ্বসিত প্রশংসা করে অখিলেশ যাদব আরও বলেন, এখানে মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরের গান শোনেন, ভজন শোনেন। এখানকার বাতাসে এক আলাদা মিষ্টতা আছে,
ভ্রাতৃত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য আছে, যা এই দেশের আসল পরিচয়। যে বিজেপি বিভেদের রাজনীতি করে, বিভেদের গান শোনায়, তাদের এই রাজ্যের মানুষ প্রত্যাখ্যান করবে। রাজ্যে বিজেপি র পরাজয় নিশ্চিত বলে জোরের সঙ্গে জানিয়ে দেন।
রাজ্যে ধর্মনিরপেক্ষ শক্তি, সৌহার্দ্যের রাজনীতিই শেষ পর্যন্ত জয়ী হবে।
রাজ্যে বামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী, সমাজবাদী নেতা কিরণময় নন্দ ও অখিলেশ যাদবের সঙ্গে ছিলেন৷
মুখ্যমন্ত্রী তাঁদের স্বাগত জানিয়ে উত্তরীয় পরিয়ে দেন।
প্রায় এক ঘন্টা বৈঠকের পর তাঁদের নবান্নের নীচে এগিয়ে দিতে যান মুখ্যমন্ত্রী। অখিলেশ যাদব সাংবাদিক দের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী তাঁর কাছেই দাঁড়িয়ে ছিলেন।
নবান্নে আসার আগে সস্ত্রীক কালিঘাটে পুজো দিয়ে আসেন আখিলেশ যাদব। ভক্তিভরে সেখানে পুজো দিয়ে আপ্লুত তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*