মিলল আদালতের অনুমতি! শর্তসাপেক্ষে রাজ্যসভার নির্বাচনে অংশ নিতে পারবেন ৩ জেলবন্দি বিধায়ক

Spread the love

আদালতের অনুমতি পেলে আসন্ন রাজ্যসভার নির্বাচনে যদি শেষ মুহূর্তে ভোটাভুটি হয় তবে তাতে অংশ নিতে পারবেন এই মুহূর্তে জেলবন্দি তিন বিধায়ক। SCC নিয়োগ মামলায় এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য এবং জীবনকৃষ্ণ সাহা। আইন অনুযায়ী, তাঁদের বিধায়ক পদ খারিজ হয়নি, কেবল জেল বন্দি রয়েছেন। ফলে রাজ্যসভা, রাষ্ট্রপতি নির্বাচনে বিধানসভায় নির্বাচন সংক্রান্ত ভোটাভুটিতে অংশ নিতে পারেন। তাঁরা যদি ভোট দিতে চান, তাহলে তাঁদের এই মর্মে কোর্টে আবেদন করতে হবে। আদালতের অনুমতি সাপেক্ষে তারা ভোট প্রক্রিয়ায় অংশ নিতে পারেন।

২৪ জুলাই পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে সূত্রের খবর, এবার ভোট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ৬টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে TMC পাঁচটি এবং BJP একটিতে জিততে পারে। কিন্তু বিজেপি দ্বিতীয় আসনটি জয়ের চেষ্টা করবে বলে কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*