রোজদিন ডেস্ক : ভারতীয় ক্রিকেটের রোডম্যাপটাই যারা বদলে দিয়েছিলেন তাঁদের মধ্যে জগমোহন ডালমিয়া, ইন্দরজিৎ সিং বিন্দ্রা অন্যতম। ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করা থেকে ১৯৯৬ সালের বিশ্বকাপের সহ আয়োজকের দায়িত্ব ছিনিয়ে নেওয়া, ভারতীয় ক্রিকেটকে একের পর এক উপহার দিতে বড় ভূমিকা ছিল তাঁর। বোর্ড রাজনীতির অঙ্কে ডালমিয়া ও বিন্দ্রা ছিলেন দুই মেরুতে। কিন্তু তাঁদের অবদান অস্বীকার করা যাবে না।
রবিবার ২৫ জানুয়ারি প্রয়াত হলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট ইন্দরজিৎ সিং বিন্দ্রা। ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি দীর্ঘদিন পাঞ্জাব ক্রিকেট সংস্থারও সভাপতি ছিলেন বিন্দ্রা। বয়স হয়েছিল ৮৪ বছর। বয়স জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের সেই খবর দিয়ে দুঃখপ্রকাশ করেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। এক্স হ্যান্ডলে জানান, প্রয়াত হয়েছেন বিন্দ্রা। জয় শাহ লেখেন, প্রাক্তন বিসিসিআই সভাপতি ও ভারতীয় ক্রিকেট প্রশাসনের এক স্তম্ভ আই এস বিন্দ্রার প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আশা করি, ওঁর দেখানো পথে ভবিষ্যৎ প্রজন্ম হাঁটবে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে পোস্ট করে বিসিসিআইও। বোর্ডের তরফেও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়। দীর্ঘ ৩৬ বছর, ১৯৭৮ থেকে ২০১৪ পর্যন্ত পাঞ্জাব ক্রিকেট সংস্থার সভাপতি ছিলেন বিন্দ্রা। পাঞ্জাব ক্রিকেটের উন্নতির ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা ছিল তাঁর। তাঁর আমলেই মোহালি ক্রিকেট স্টেডিয়াম তৈরি হয়। ২০১৫ সালে স্টেডিয়ামের নাম পরিবর্তন করে তাঁর নামেই করা হয়, আই এস বিন্দ্রা স্টেডিয়াম। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও ছিলেন এই দক্ষ প্রশাসক। জগমোহন ডালমিয়ার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিসিসিআই-কে বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থায় পরিণত করার অন্যতম কারিগর ছিলেন তিনি।

Be the first to comment