কানাইপুরে যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হল, তখন তো এলেন না; উল্টোরথে উৎসবের আবহেই বাম বিজেপিকে আক্রমণ কল্যাণের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- উল্টোরথের উৎসবের আবহেই বাম বিজেপির বিরুদ্ধে একাধিক প্রশ্ন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এদিন তিনি বলেন, ‘আমি শুনলাম দীপ্সিতা ধর নাকি আমার বিরুদ্ধে নানারকম কথা বলছেন। সে বলুন। এখন গায়ে জ্বালা তো হবেই। ম্যাডাম কানাইপুরে যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হল, তখন তো এলেন না।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলায় সভা প্রসঙ্গে কল্যাণ বলেন, ‘ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, তিনি একেবারেই ব্যর্থ প্রধানমন্ত্রী। শুধু হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা। কাজের বেলা অষ্টরম্ভা। তেলেঙ্গানায় কারখানায় ৩০ জন মারা গেছেন। নরেন্দ্র মোদী কি করলেন!’

কলেজে অস্থায়ী চাকরি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি নেতা যাঁরা, তাঁদের সেই ইনস্টিটিউশনে অস্থায়ী চাকরি করা উচিত নয়। যদি দিতেই হয় তৃণমূলের অন্য কর্মী আছেন, তাঁদের দিক না। উত্তরপাড়া কলেজ নিয়ে যাঁরা বলছেন, সিপিএমের আমলে কারা কারা চাকরি পেয়েছেন সব বলে দিতে পারি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*