বুধবার মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন, সঙ্গী হতে পারেন এসআইআরে মৃতদের পরিবারের অনেকে!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে এসআইআরে একের পর এক মৃত্যু মিছিল, তুমুল হেনস্থার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুধবার দিল্লি যাচ্ছেন। ওইদিন সিঙ্গুরের ইন্দ্রখালিতে তাঁর জনসভা আছে। সূত্রের খবর, এই জনসভা সেরেই তিনি দিল্লি রওনা দেবেন। এসআইআরের আতঙ্কে, হয়রানিতে মর্মান্তিকভাবে প্রাণ হারানো মৃতদের পরিবারের অনেকে তাঁর সঙ্গে যাবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, রাজ্যে এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী ও তাঁর দল। রাজ্যে এই প্রক্রিয়া শুরুর দিনই তিনি প্রতিবাদে সরব, হয়ে পথে নেমেছিলেন।
রাজ্যে এস আই আর যত এগিয়েছে, এর আতঙ্কে, হয়রানি, হেনস্থার বলি হয়েছেন,
তাঁদের অনেকের পরিবারের সদস্য রা তাঁর সঙ্গে যাবেন। তাঁর এই দিল্লি সফরে কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তিনি দেখা করবেন কিনা তা এখনও জানা যায়নি।
তবে এসআইআরের আঁচের আগুন তিনি দিল্লিতে ছড়িয়ে দিতে চান বলে রাজনৈতিক মহল মনে করেন।
চলতি সপ্তাহে সংসদের বাজেট অধিবেশন বসছে। রবিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামণ বাজেট পেশ করবেন। মুখ্যমন্ত্রী তাঁর দিল্লি সফরকালে সংসদে দলের রণকৌশলের অভিমুখ ঠিক করে দেবেন বলে মনে করা হচ্ছে। এসআইআর নিয়ে সংসদে তীব্র প্রতিবাদে মুখর হবেন।
এসআইআরের বিরুদ্ধে তাঁদের আন্দোলন দিল্লিতে ও নিয়ে যাওয়া হবে বলে আগেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ইঙ্গিত দিয়েছিলেন, এই প্রেক্ষিতে বুধবার মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বলে রাজনৈতিক মহলের ধারণা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*