আরো ১২

Spread the love
  1. আজ বিজয়া দশমী। এদিন দুপুর থেকে শুরু হয়ে যাচ্ছে বিসর্জনের পালা। সেই লক্ষ্যে শহরের গঙ্গারঘাটগুলিতে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। থাকছে পুলিশ ও পুরসভার নজরদারি।
  2. আজ ২ অক্টোবর। জাতির জনক মহাত্মা গান্ধির জন্মদিবস। তাঁকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ বিশিষ্টরা।
  3. ভাঙ্গড় ২ ব্লকের কাঁটাডাঙা এলাকায় আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তেজনা। দু’পক্ষেরই একাধিক নেতা-কর্মী আহত হয়েছেন।
  4. হাওড়ার নিখোঁজ ব্যবসায়ীর রহস্যমৃত্যু। চন্দননগরের এক আবাসন থেকে উদ্ধার তাঁর দেহ। নাম ওয়াসিম আক্রম (৩০)। বাড়ি হাওড়ার গোলাবাড়িতে। খুনের অভিযোগ তুলেছে পরিবার।
  5. দশমীতেও দুর্যোগের আশঙ্কা। তার মধ্যে নির্বিঘ্নে বিসর্জনের জন্য বুধবার শহরের গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করলেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন পুর-কর্তা, পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ।
  6. রাজ্যেও পে কমিশন গঠনের দাবি উঠল। কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে এই রাজ্যেও পে কমিশন গঠনের দাবি উঠছে। দুই শিক্ষক সংগঠনের তরফে এই দাবি তোলা হয়েছে।
  7. ত্রিপুরার ধর্মনগর জেল থেকে এক বাংলাদেশি-সহ পলাতক ৬ জন। বুধবার ভোরে ৬ বন্দি প্রহরারত কারারক্ষীকে মারধর করে পালিয়ে যায়।
  8. পুরনো স্মৃতি উসকে মালবাজারে ফের হড়পা বান, কড়া সতর্কতা ও বিশেষ ব্যবস্থা জারি প্রশাসনের। বুধবার মাল নদীতে ফের হড়পা বানে ফিরল ২০২২ সালে দশমীর মর্মান্তিক স্মৃতি। তবে এদিন বড় কোনও বিপদ ঘটেনি।
  9. আরএসএসের বিজয়া দশমী কর্মসূচিতে আত্মনির্ভরতার অস্ত্রে মার্কিন প্রেসিডেন্টের শুল্কবাণ মোকাবিলার বার্তা দিলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত। বৃহস্পতিবার নাগপুরে তিনি বলেন, নিবিড় যোগাযোগের বন্ধনে আবদ্ধ এই বিশ্বে বাণিজ্যিক সহযোগীর উপর ভারতকে যেন অসহায়ের মতো নির্ভর করতে না হয়।
  10. দেশের একতাকে নষ্টের চেষ্টা চলছে। মহানবমীতে বড় দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, দেশ নতুন চ্যালেঞ্জের সঙ্গে লড়ছে। দেশের একতা নষ্ট এবং জনবিন্যাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে।
  11. নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে পরস্পরের সঙ্গে ধাক্কা খেল দুই যাত্রিবাহী বিমান। স্থানীয় সময় বুধবার রাতে একটি বিমানের পেটে গিয়ে ধাক্কা মারে অন্য একটি বিমান। সংঘর্ষে দু’টি বিমানেরই ক্ষতি হয়েছে। জখম হয়েছেন এক বিমানকর্মী। তবে গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
  12. অষ্টমীর রাতে ঘরে ঢুকে গণধর্ষণের অভিযোগ। ধৃত দু’জন। অভিযুক্তদের বেঁধে গণপ্রহার করে স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগণার কুলতলির ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*