ডাক্তারদের হাতের লেখা ভাল হোক, নিদান আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক : তাঁরা রোগী দেখে নিদান দেন, সুস্থ হওয়ার পথ দেখান, এবার তাঁদের হাতের লেখা ভাল করার নিদান দিল আদালত।
সম্প্রতি পঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালত ডাক্তারদের ব্যবস্থা পত্র ( prescription) পাঠযোগ্য করার নির্দেশ দিয়েছেন। যা নিয়ে ঈষৎ অস্বস্তিতে চিকিৎসক মহল। চলতি কথায় আছে, চিকিৎসকদের ব্যবস্থা পত্র একমাত্র ওষূধের দোকান ছাড়া সবাই পড়তে পারেন না। সব চিকিৎসক এর ক্ষেত্রে তা প্রযোজ্য না হলেও অধিকাংশ ক্ষেত্রেই রোগীর পরিজনরা ব্যবস্থাপত্র উদ্ধার করতে হিমসিম খান। শুধু এই দেশ বা রাজ্য না, সারা পৃথিবীর বিভিন্ন দেশেই এই সমস্যা আছে।
সম্প্রতি জনৈক মহিলার নির্যাতনের মামলার প্রেক্ষিতে বিচারপতি জয়গুরু প্রীত সিং এই নির্দেশ দেন। মহিলার অভিযোগ ছিল, এক ব্যক্তি সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ, প্রতারণা করেছেন। ওই ব্যক্তি অভিযোগ অস্বীকার করলে মহিলার শারীরিক পরীক্ষা করা হয়। কিন্তু সরকারি চিকিৎসক এর সেই রিপোর্ট তাঁর বোধগম্য হয়নি বলে বিচারক বিরক্তি প্রকাশ করেন। এরপর তিনি চিকিৎসকদের হাতের লেখা পাঠযোগ্য করার নির্দেশ দেন।
এর আগে ওড়িশা আদালতও চিকিৎসকদের হাতের লেখা নিয়ে অসন্তোষ ব্যক্ত করেছিল।
ডিজিটাল যুগে অনেক চিকিৎসক কম্পিউটার এ ব্যবস্থাপত্র লিখলেও মফস্বল, গ্রামাঞ্চলে তা খুবই কম।এর জন্য সমস্যায় পড়েন রোগীর পরিজনরা। চিকিৎসকদের সংগঠন আইএমএ তা মেনে নিয়েছে। এই বিষয়ে তারা সহযোগিতায় আগ্রহী। সারা দেশে ৩ লক্ষ ৩০ হাজার জন সদস্য তাদের।
পঞ্জাব ও হরিয়ানা উচ্চ আদালতের বিচারপতি মেডিকেল শিক্ষায় হাতের লেখা ভাল করার ওপরও জোর দেন।
সূত্রের খবর, আমেরিকায় ঠিক মত ব্যবস্থাপত্র পড়তে না পারায় বছরে সাত হাজার রোগীর মৃত্যু হয়। এই দেশে তা না জানা গেলে ও বহু সময় এক রোগের অন্য ওষুধ দেওয়ার নজির আছে। চিকিৎসকদের হাতের লেখা ভাল করা নিয়ে আদালত নির্দেশ দেওয়ায় খুশি আমজনতা, ওষুধের দোকানগুলিও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*