পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. লোকসভার বিরোধী দলনেতা ও তাঁর বোনের সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য মধ্যপ্রদেশে বিজেপি-র দুই মন্ত্রীর।
  2. পঞ্চমী থেকে দশমী, ভিড় সামালাতে বাড়তি ট্রেন হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে। হাওড়ায় ৮ জোড়া ও শিয়ালদহ ৩১ জোড়া অতিরিক্ত ট্রেন চলবে।
  3. গভীর নিম্নচাপের জেরে বাংলায় একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দশমী পর্যন্ত
  4. স্বামী-ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারকেশ্বরে আত্মঘাতী মা, পুলিশের ধৃত ছেলে।
  5. চন্দননগরে ঠাকুর আনতে গিয়ে মর্মান্তিক পথদুর্ঘটনা, মৃত্যু হল তিনজনের, আহত আরও তিন।
  6. মহিষাদলে হিংস্র হনুমানের তাণ্ডব, কামড়ে জখম ৫ গ্রামবাসী, এলাকায় তুমুল আতঙ্ক।
  7. আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করায় বাংলাদেশে আটক কাকদ্বীপের ৪৮ জন মৎস্যজীবী, উদ্বিগ্ন পরিবার
  8. হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে  নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু হল। ওই জমির ৩৫৫ একর  আনুষ্ঠানিক ভাবে রাজ্যের  শিল্প উন্নয়ন নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। পুজোর আগে শেষ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ছাড়পত্র মিলেছে।
  9. পহেলগাঁও কাণ্ডের পর ফের খুলে যাচ্ছে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র, তবে বন্ধ থাকবে বৈশরণ লেক। প্রশ্ন পর্যটকদের নিরাপত্তা নিয়ে
  10. পুজোয় হাতিদের গতিবিধির ওপর নজরদারি চালাতে ট্র্যাকার টিম তৈরি করল রাজ্যের বন দফতর
  11. নীরব মোদির ভগ্নিপতি, মুকেশ আম্বানির পুত্রবধূর মামা। সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে, বিদেশে পাচারে নাম উঠে আসে তাঁরও। সেই মায়াঙ্ক মেহতার ক্ষমার আর্জি মঞ্জুর।
  12. জল যন্ত্রণার চার দিন পেরিয়ে গেলেও থামল না মৃত্যুমিছিল। জমা জলে বিদ্যুৎপৃষ্য হয়ে বেহালায় মৃত এক।
  13. আইএম‌এ’র অ্যাকাউন্টে একটি রহস্যজনক লেনদেন নিয়ে চিঠি দেওয়া হল  শান্তনু সেন, কাকলি সেন- সহ আর‌ও দুই চিকিৎসককে।
  14. যারা চোর, তারা ময়দান ছেড়ে পালায়: হুমায়ুন কবীর
  15. মুর্শিদাবাদের ২ জায়গা থেকে গ্রেফতার ৩ বাংলাদেশি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*