রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন অন্যতম সিনিয়র বিচারপতি সুজয় পাল। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের অবসরের পর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হন বিচারপতি সৌমেন সেন। কিন্তু সম্প্রতি তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার। ফলে কলকাতা হাইকোর্টের ওই পদটি শূণ্য হয়েছে। সেই শূণ্য পদে এবার আসতে চলেছেন বিচারপতি সুজয় পাল।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অবসর গ্রহণ করার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিচারপতি সৌমেন সেনকে। সে সময়ে হাইকোর্টের বিচারকদের মধ্যে সবচেয়ে সিনিয়র ছিলেন তিনি। তাই স্বাভাবিক নিয়মে তাঁকে ওই পদে বসানো হয়েছিল। কিন্তু ঠিক যে সময়ে তাঁকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়, সে সময়েই বিচারপতিদের কলেজিয়াম তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে সুপারিশ করে। ফলে তাঁর কলকাতা হাইকোর্ট থেকে যাওয়াটা একরকম নিশ্চিত ছিল। এবার সেই সুপারিশ কার্যকর হতেই মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সৌমেন সেন। এবার তাঁর জায়গায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে আসছেন বিচারপতি সুজয় পাল।

Be the first to comment