কর্মরতদের টেট, এবার দরবার প্রধানমন্ত্রীকে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে কর্মরত শিক্ষকদের টেট দেওয়া নিয়ে দুশ্চিন্তার কালো মেঘ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবার প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় ও রাজ্যের শিক্ষামন্ত্রী, মুখ্যসচিবকে চিঠি দিলেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পৃথক ভাবে চিঠি দিয়েছেন।
রাজ্য সরকারকে তাঁদের আবেদন, শীর্ষ আদালতের এই রায়ের বিরুদ্ধে তাঁরা যেন রিভিউ পিটিশান করেন।
উভয় সরকারকেই তাঁরা জানান, বি এড / পি টি টি প্রশিক্ষণ ইত্যাদির মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েই তাঁরা শিক্ষকের কাজ পেয়েছিলেন। নতুন করে টেট দিয়ে কেন তা প্রমাণ করতে হবে তাঁরা প্রশ্ন তুলেছেন।
বামপন্থী শিক্ষক সংগঠনের প্রাক্তন নেতা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পৃথক ভাবে বলেন, শীর্ষ আদালতের এই রায়ে রাজ্যের শিক্ষক মহলে আশঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়টি রাজ্য সরকার এর দেখা দরকার।
সুত্রের খবর, এবিটিএ এই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা পর্ষদগুলিকে চিঠি দিয়েছে।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ নেতা কিংকর অধিকারী আরও জানান, প্রয়োজনে শিক্ষকদের কর্মশালা, প্রশিক্ষণের ব্যবস্থা হোক। নতুন করে টেট দেওয়া নিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থায় আরও সমস্যা হবে, বেসরকারি শিক্ষা ব্যবস্থার পথ আরও প্রশস্ত হবে। এই বিষয়ে অবিলম্বে কেন্দ্র ও রাজ্য সরকারকে উপযুক্ত পদক্ষেপ নিতে তিনি আবেদন করেন।
উল্লেখ্য, ২০০৯ সালের আগের শিক্ষক দের ফের টেট দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করা নিয়ে শীর্ষ আদালতের রায় নিয়ে রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক আশঙ্কা দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*