রোজদিন ডেস্ক : ৪৮ ঘণ্টা আগেই ভেঙে দেওয়া হয়েছে ওয়েবকুপার কমিটি। সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের তরফে এই কমিটি ভেঙে দেওয়ার কথা জানান হয়েছিল। লেখা হয়েছিল, ওয়েবকুপা-সহ শিক্ষক সংগঠনগুলির রাজ্য ও জেলা কমিটিগুলি ভেঙে দেওয়া হচ্ছে। উৎসব শেষের পর রাজ্য ও জেলা কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করা হবে। কেন কমিটি ভাঙা হল, তা নিয়ে অবশ্য দলের তরফে একটি শব্দও খরচ করা হয়নি। এর ফলে এই নিয়ে রাজ্য রাজনীতিতে ফের নানা জল্পনা ছড়িয়েছে। এই আবহে এবার কমিটি ভাঙা নিয়ে বোমা ফাঁটিয়েছেন ওয়েবকুপার সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও বিষয়টি তিনি নাকি জানেনই না৷ এমনই দাবি ব্রাত্যর। তিনি বলেছেন, আমি যে বিষয়টা জানি না, তা নিয়ে কী বলব। পুজোর পর এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন তিনি।
ব্রাত্যের এই মন্তব্যে তুমুল জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। জানি না, বলে এড়িয়ে যাওয়ার যতই চেষ্টা করুন না কেন শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার সভাপতি যে নতুন বিতর্ক উসকে দিয়েছেন তা না বললেও চলে।
দলের অন্দরের খবর, কমিটি ভেঙে দেওয়ার পিছনে ভূমিকা রয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তবে কোনও পক্ষই খোলসা করে কিছু বলছে না। তবে ব্রাত্যর মন্তব্যের পরই আসরে নেমে পড়েছে বিরোধীরা। তাঁরা তোপ দেগেছে রাজ্যের শাসকদলকে। তৃণমূলের অধ্যাপক ও শিক্ষক সংগঠনের অন্তর্দ্বন্দ্বের দিকেই ইঙ্গিত করছেন তাঁরা। এখন দেখার এর জল কতদূর গড়ায়।

Be the first to comment