রোজদিন ডেস্ক : শাহরুখ খানের সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
বাদশা পুত্র আরিয়ান খানের পরিচালনায় এক ওয়েব সিরিজে তাঁর আদলে এক চরিত্র দেখানো হয়েছে বলে অভিযোগ তাঁর। প্রসঙ্গত কয়েক বছর আগে আরিয়ান খানকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিলেন সমীর ওয়াংখেড়ে। যা নিয়ে সর্বস্তরে তোলপাড় ওঠে। জামিন মিললেও সেই মামলা এখনও বিচারাধীন। বাদশা পুত্রর পরিচালিত ছবিতে জনৈক আধিকারিককে দেখানো হয়েছে যিনি বলিউড তারকাদের ধাওয়া করেন। এমনভাবে তা তুলে ধরা হয়েছে যা ভুল, বিদ্বেষমূলক ও অবমাননাকর বলে প্রাক্তন এনসিবি আধিকারিক-এর অভিযোগ। এর জন্য তিনি আদালতে শাহরুখের সংস্থার বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। এই টাকা পেলে তা এক নামী বেসরকারি ক্যান্সার হাসপাতালে দান করবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
ওটিটি-তে চলা আরিয়ান খানের পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বহু দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছে।
আরিয়ানকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করে সংবাদের শিরোনামে এসেছিলেন সমীর ওয়াংখেড়ে, এখন বাদশা খানের সংস্থার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকে ফের আলোচনায় এলেন তিনি।

Be the first to comment