দূর্যোগ কাটলেও যৌথ নজরদারি চালাবে সতর্ক নবান্ন ও পুরসভা, চালু থাকছে কন্ট্রোলরুম

Spread the love

রোজদিন ডেস্ক : একপ্রস্থ দুর্যোগ কেটেছে। কিন্তু এরইমধ্যে ফের আর এক দফা দূর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাই  উৎসবের মরশুমেও রাজ্যের প্রতিটি প্রান্তে লাগাতার নজরদারি চালাবে রাজ্য প্রশাসন। পুজোর দিনগুলিতেও নবান্নের কন্ট্রোলরুমে থাকবে  তৎপরতা। বিপর্যয় মোকাবিলা দফতরের নির্দেশে সচিব পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে মনিটরিং টিম প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত দুই শিফটে কাজ করছে।

আবহাওয়া দফতরের সঙ্গে সমণ্বয় থেকে আইনশৃঙ্খলা, সব ক্ষেত্রেই ২৪ ঘণ্টা নজরদারি চলবে। মনিটরিং টিমের রিপোর্ট সরাসরি যাবে দফতরের প্রধান সচিব, মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট পুরসভা ও পুলিশের কাছে। সামগ্রিকভাবে পুরো ব্যবস্থার দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব।

পুজোর সময়ে যাতে মানুষের কোনও অসুবিধা না হয়, তার জন্য নজরদারি জোরদার থাকবে। বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, প্রাকৃতিক দূর্যোগ আপাতত কাটলেও কন্ট্রোলরুম ছটপুজো পর্যন্ত চালু থাকবে। অন্য দফতরে ছুটির আমেজ পড়ে গেলেও এখানে কর্মতৎপরতা জারি আছে।

গত মঙ্গলবারের নজিরবিহীন দুর্যোগের পর কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, রাজ্যে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে কলকাতাতেই আটজনের, দক্ষিণ ২৪ পরগনায় দু’জনের এবং উত্তর ২৪ পরগনার শাসনে একজনের মৃত্যু হয়েছে। কন্ট্রোলরুমে তিনশোরও বেশি ফোন এসেছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ফলে পুজোর সময়ে কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসনের দাবি, মঙ্গলবারের মতো পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো প্রস্তুতি আগেই নেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা দফতরের যৌথ পদক্ষেপে অধিকাংশ জায়গায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিল। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবারও সক্রিয় থাকছে রাজ্য সরকার ও পুরসভা।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*