মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে বিজেপির নবনিযুক্ত সভাপতি নিতিন নবীন, দুর্গাপুরে একাধিক কর্মসূচি

Spread the love

রোজদিন ডেস্ক :  বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন দু’দিনের সফরে আজ পশ্চিমবঙ্গে আসছেন। দলের সভাপতি হওয়ার পরে এটিই তাঁর প্রথম পশ্চিমবঙ্গ সফর। আজ বিকেল ৪টে নাগাদ দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে নামবেন বিজেপি সভাপতি। সন্ধ্যায় দুর্গাপুরে চিত্রালয় ময়দানে ‘কমল মেলা’ নামে একটি কর্মসূচিতে যোগ দেবেন। রাতে রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে দুর্গাপুরেই বৈঠকে বসবেন।বুধবার দুর্গাপুর এবং রানিগঞ্জে রয়েছে তাঁর একাধিক কর্মসূচি। কয়েকদিন আগেই বিজেপি সভাপতির পশ্চিমবঙ্গ সফর চূড়ান্ত হয়ে গিয়েছিল। গত শনিবার বিজেপির তরফে তাঁর সফরের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাঁর এই সফরের পুরোটাই থাকছে আসানসোল, দুর্গাপুর অঞ্চলে। এই সফরে কলকাতায় কোনও কর্মসূচি রাখা হয়নি। মঙ্গলবার বিকেলে তাঁর বিমান নামবে অন্ডাল বিমানবন্দরে। মঙ্গল এবং বুধবার দু’দিনই তাঁর নানা কর্মসূচি রয়েছে দুর্গাপুর এবং আসানসোলে। অন্ডাল থেকেই ফিরে যাবেন তিনি। নিতিনের দু’দিনের সফরে কলকাতাকে রাখেনি বঙ্গ বিজেপি। এই নিয়ে দলের কর্মীদের মধ্যেই নানা জল্পনা শুরু হয়েছে। বিধানসভা ভোটের আগে নিতিনের এই সফর যে বিজেপির সাংগঠনিক শক্তিকে মজবুত করার লক্ষ্যেই, তা বলা বাহুল্য। কিন্তু বিজেপির সংগঠনকে শক্তিশালী করতে প্রথমে কেন পশ্চিম বর্ধমানকে বেছে নিলেন নিতিন সেই প্রশ্নই উঠছে।মঙ্গলবার বিকাল ৪টে নাগাদ অন্ডালে নামবেন নিতিন। সন্ধ্যা সাড়ে ৬টায় দুর্গাপুরের চিত্রালয়া মেলাপ্রাঙ্গণে কমল মেলায় যোগ দেবেন বিজেপি সভাপতি। তারপর দুর্গাপুরের এক হোটেলে সাংগঠনিক বৈঠক করবেন। বুধবার দুর্গাপুরের ভিরিঙ্গি কালীমন্দিরে পুজো দেবেন। তার পরে চিত্রালয়া মেলাপ্রাঙ্গণেই সাংগঠনিক সভা করার কথা রয়েছে তাঁর। এরপর রানিগঞ্জে আরও একটি সাংগঠনিক সভা করবেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*