রোজদিন ডেস্ক : আগামী কাল সংসদের বাজেট অধিবেশন বসছে। অধিবেশন শান্তিপূর্ণভাবে চলা নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে আজ দিল্লিতে সর্বদলীয় বৈঠক হয়। এই অধিবেশনে স্বচ্ছতার দাবি জানালেন বিরোধীরা।
সংসদের গত অধিবেশনে সাবেক মনরেগা তুলে নয়া ভি বি জিরামজি বিল প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী আন্দোলন করছেন কংগ্রেস নেতৃত্ব। দলের পক্ষে বৈঠকে জয়রাম রমেশ, কে সুরেশ যোগ দেন।
এই বিল কোন ভাবেই প্রত্যাহার করা হবে না বলে আজ স্পষ্ট করে দিয়েছেন পরিষদীয় কিরেন রিজিজু। বৈঠকের পর তিনি পরিস্কার বলেন, সরকার কোন ভাবেই নয়া বিল প্রত্যাহার করবে না।
পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম, অস্বচ্ছতার অভিযোগ তুলে সরব হন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সাংসদ সাগরিকা ঘোষ অভিযোগ করেন, এসআইআরের আতঙ্কে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বিরোধী শাসিত রাজ্যগুলির টাকা আটকে রাখা, এজেন্সি দিয়ে হেনস্থা, দুর্ব্যবহারের অভিযোগও করেন তিনি।
এই অধিবেশনে কি বিল আসবে তা জানানো হয়নি বলে কংগ্রেসের অভিযোগ।
পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজুর বক্তব্য, এই অধিবেশনে বাজেট সংক্রান্ত বিষয়কে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই অধিবেশন উদ্বোধন করবেন। ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ হবে। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। আগামী ১০ ফেব্রুয়ারি অবধি প্রথম দফার অধিবেশন চলবে। দ্বিতীয় দফার অধিবেশন ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চলার কথা।

Be the first to comment