রোজদিন ডেস্ক : প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার আজ আনন্দপুরের অগ্নিদগ্ধ এলাকায় গিয়ে কার্যত স্তম্ভিত হয়ে যান। প্রশ্ন তোলেন, যে মুখ্যমন্ত্রী ইডি অভিযান হলে দৌড়ে যান, তিনি এখানে আসতে পারলেন না কেন?? আনন্দপুরের অগ্নিদগ্ধ কারখানায় এখন অবধি আট জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও অনেকে।
ধ্বংস স্তুপের ভিতরে আরও দেহ আছে বলে প্রশাসনের অনুমান। সেখানে দাঁড়িয়ে রুদ্ধ কন্ঠে শুভংকর সরকার বলেন, কলকাতার বহু জায়গাই এমন জতুগৃহ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে জলাভূমি দখলের লড়াই চলছে। এখন খুঁজে বার করতে হবে, তেলটা ঢাললো কে? আর দেশলাই কাঠিটা এগিয়ে দিলো কে??
তিনি এই মর্মান্তিক ঘটনায় নিহত দের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান।
বিরোধী নেতাকে কটাক্ষ করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, উনি এই ঘটনাকে মানুষের তৈরি বলেছেন! একসময় উনিও তো এই দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে যুক্ত ছিলেন! এদের নিয়ে কিছুই কি জানতেন না! রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের ব্যর্থতার অভিযোগ তোলেন।
এর আগেও তিনি একাধিকবার এই দফতরকে ঢেলে সাজানোর দাবি করেন।
আজ শুভংকর সরকারের সঙ্গে আশুতোষ চ্যাটার্জি, সুমন রায় চৌধুরী আনন্দপুরে যান। ওখান কার পরিস্থিতি দেখে ব্যথিত, স্তম্ভিত তাঁরা সকলেই।

Be the first to comment