রোজদিন ডেস্ক : এসআইআরের শুনানিতে ডাকার নামে বাংলার সাধারণ মানুষকে আর কত হেনস্থা, হয়রানির শিকার হতে হবে? সেই সঙ্গে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার বিকেলে ফের নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল। এদিন রাজ্যে কমিশনের সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেয় তৃণমূল। প্রতিনিধি দলে ছিলেন চার সাংসদ দোলা সেন, পার্থ ভৌমিক, মহুয়া মৈত্র, বাপি হালদার এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। তৃণমূলের অভিযোগ, নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে, আর বাংলার মানুষের সেই গণতান্ত্রিক অধিকার লড়াইয়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। সিইও-র কাছে ডেপুটেশন জমা দিয়ে বাইরে এসে প্রতিনিধিরা বলেন, কমিশনের সঙ্গে যোগসাজশ করে ভোটে কারচুপি শুরু করেছিল বিজেপি। কিন্তু সব প্রকাশ্যে বেরিয়ে পড়েছে। ভোটার লিস্ট নিয়ে, বাংলার সাধারণ মানুষকে নিয়ে ছেলেখেলা শুরু করেছে বিজেপি। ওঁরা গণতন্ত্র হরণ করতে চায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস তাকে রক্ষা করতে বদ্ধপরিকর। তাঁরা হুঁশিয়ারির সুরে বলেন, কমিশন যেন মনে রাখেন তাঁদের ওপর সুপ্রিম কোর্ট আছে। যদি আমাদের দাবি মানা না হয়, যদি শুনানি নিয়ে কমিশন আরও মানবিক না হয় তাহলে তৃণমূল কংগ্রেস ফের আদালতে বিচার চাইতে যাবে।

Be the first to comment