ভারত শীঘ্রই বিশ্বের সব থেকে বড় তেল শোধনের হাব হবে, দাবি প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ভারত শীঘ্রই বিশ্বের সব থেকে বড় তেল শোধনের হাব হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দাবি করেন। ভারতীয় শক্তি সপ্তাহ পালন উপলক্ষে তিনি বক্তব্য রাখছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, শক্তি ক্ষেত্রে ভারতে অনেক সুযোগ সুবিধা আছে৷ এই ক্ষেত্রে চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তিনি এই দেশে বিনিয়োগ করার জন্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আহবান জানান।
বলেন, দেশে তেল শোধনের ক্ষমতা বছরে ২৬০ মিলিয়ন টন থেকে বৃদ্ধি পেয়ে ৩০০ মিলিয়ন টন হবে৷ ২০৩০ সালের মধ্যে তাঁরা এই তেল ও গ্যাস ক্ষেত্রে ১০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছেন৷
ভারত সংস্কারের এক্সপ্রেসে চড়েছে ও সব ক্ষেত্রে সংস্কার করছে বলে প্রধানমন্ত্রী জানান।
ভারত – ইউরোপীয় ইউনিয়নের মুক্ত বাণিজ্য চুক্তি উৎপাদন ও পরিষেবা ক্ষেত্রে বিপুল আশার আলো দেখাচ্ছে বলেও মনে করেন তিনি। বলেন, দুপক্ষের অর্থনৈতিক সমন্বয়ের এইটি দারুণ উদাহরণ।
এই চুক্তি আন্তর্জাতিক ক্ষেত্রে জিডিপির ২৫% ও আন্তর্জাতিক বাণিজ্যের এক তৃতীয়াংশ।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তিতে দেশের সার্বিক উন্নয়ন হবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*