- ২০২৪ এর ৩১শে ডিসেম্বর এর আগে যে শরণার্থীরা এসেছেন তারা থাকতে পারবেন ভারতে। তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের জন্য এই নির্দেশ জারি হয়েছে।
- নদীয়া-সহ বিভিন্ন অঞ্চলে উদ্বাস্তুরা এই সিদ্ধান্তে মিষ্টিমুখ করছেন।
- স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশকে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
- শরণার্থীদের কথা ভেবেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ বললেন সুকান্ত মজুমদার। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও জানান।
- অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা কেন্দ্রের।পাসপোর্ট ভিসা না থাকলেই অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে।
- সব রাজ্যে অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প করতে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের।
- জামিন পেলেও জেলেই থাকতে হবে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে। প্রসঙ্গত তিন বছর ধরে জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
- চিংড়িঘাটায় মেট্রো জট কাটাতে বৈঠকের নির্দেশ হাইকোর্টের
- শিলিগুড়ির পানি ট্যাংকি থেকে গ্রেপ্তার তিন বাংলাদেশী।
- শওকত মোল্লা চাইলে বেঁচে যেত তাজউদ্দিন এমনই ধারণা পরিবারের । দুর্ঘটনাস্থলে সিসি ক্যামেরা ছিল, কিন্তু পুলিশ কেন ফুটেজ প্রকাশ করছে না প্রশ্ন তাজুদ্দিনের পরিবারের।

Be the first to comment